হায়দরাবাদ, ০৪ ফেব্রুয়ারি- অনুশীলন ঐচ্ছিক। বিশ্রাম ছিল আবশ্যিক। ইচ্ছে করলে দিনটা বিশ্রাম আর ঘোরাঘুরির কাটিয়ে দিতে পারতেন মুশফিকরা। কিন্তু সেটি করেননি তাঁরা। নেমে পড়লেন মাঠে। হায়দরাবাদে খানিকটা সময় ঘাম ঝরালেন সাকিব-তামিমরা। এর আগে গতকাল ভরদুপুরে ইউএস বাংলার একটি ফ্লাইটে করে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা করেন মুশফিকরা। সেখান থেকে বিকালে ইন্ডিগো এয়ারলাইনসের ফ্লাইটে হায়দরাবাদে পৌঁছে টাইগাররা। ১৫ ক্রিকেটার ছাড়াও কোচ ও টিম ম্যানেজমেন্টের সদস্যসহ মোট ২৩ জনের বহর নিয়ে ভারতে যাচ্ছে বাংলাদেশ। গেল বুধবার ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে জায়গা পাননি পেসার রুবেল হোসেন, নুরুল হাসান সোহান ও নাজমুল হোসেন শান্ত এবং মোস্তাফিজুর রহমান। ফিরেছেন লিটন কুমার দাস। রাখা হয়েছে শফিউল ইসলামকে। এছাড়া নিউজিল্যান্ড সফরে গিয়ে ইনজুরির কবলে পড়া বাংলাদেশ দলের তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটার-মুশফিকুর রহিম, মুমিনুল হক এবং ইমরুল কায়েস ভারত সফর দিয়ে আবারও দলে ফিরলেন। আগামী ৯ ফেব্রুয়ারি প্রথমবারের মতো দ্বিপাক্ষিক কোনো সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে ভারতের মুখোমুখি হবে মুশফিকরা। বিরাট কোহলিদের মুখোমুখি হওয়া আগে স্বাগতিক এ দলের বিপক্ষে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিকরা। ৫ থেকে ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ম্যাচটি। ভারতের বিপক্ষে এখন পর্যন্ত মোট আটটি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে টাইগাররা দুইটিতে ড্র করেছে ও ছয়টিতে হেরেছে। এই আটটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের মাটিতে। এফ/০৯:০০/০৪ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kbBsFP
February 04, 2017 at 03:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top