মুম্বাই, ২৩ ফেব্রুয়ারি- সহজাত আগ্রাসনের কারণে কম সমালোচনার মুখে পড়তে হয়নি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে। তারপরও ব্যাট হাতে তিনিই সেরা। অনেকে আবার এই আগ্রাসনকেই পছন্দ করেন। তার মধ্যে কিংবদন্তি স্যার ভিভিয়ান রিচার্ডস অন্যতম। আগ্রাসন কমানো নয়, তিনি কোহলিকে পরামর্শ দিয়েছেন এটা ধরে রাখতে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েট্টা গ্লাডিয়েটর্সের এই মেন্টর অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনে টেস্টের আগেরদিন এক টকশোতে এই পরামর্শ দেন। কোহলির প্রশংসা করে তিনি বলেন, বিরাট আন্তর্জাতিক মঞ্চ শাসন করতে এসেছে। এটা বলার অপেক্ষা রাখে না। সবাই দেখতে পাচ্ছে, কি অসাধারণ ফর্মে সে খেলছে! আগ্রাসন নিয়ে কোহলির বিরুদ্ধে যে সমালোচনা হয়, সেটা অজানা নেই এই ক্যারিবিয়ান কিংবদন্তির। কিন্তু তিনি জানেন, মাঠে এটার কতটুকু প্রয়োজন। তাই এটাকে ধরে রাখার পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে নিজের সঙ্গেও এমনটা হয়েছে সেটা মনে করিয়ে দিতেও ভুললেন না। বললেন, বিরাটের একটা আগ্রাসী মনোভাব আছে। ও কাউকে ছেড়ে কথা বলে না। এই কারণে অনেকে ওর সমালোচনা করে, ওকে নিয়ে বিতর্ক তৈরি করে। আমি যখন খেলতাম, তখন আমাকে নিয়েও বলা হতো, অন্যদের ভয় দেখানোর চেষ্টা করি। আমি উদ্ধত। চোখ রাঙানোর চেষ্টা করি। তিনি আরো বলেন, আমাকে আগ্রাসনটা দেখাতে হতো, উদ্ধত আচরণটা বার করতে হতো প্রতিপক্ষকে সামলানোর জন্য। না হলে ওরাই আমার ঘাড়ের ওপর চেপে বসত। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন বিরাটকেই দেখতে চান ভিভিয়ান। তার কারণ, মাঠে অজিরা অনেককিছুই করতে পারে যা আটকাতে কোহলিকে দরকার। এ প্রসঙ্গে বলেছেন, অজিরা অনেক উদ্ধত। ওরা মাঠে অনেক নোংরামী করতে পারে। তাদের জন্য এমন আগ্রাসনই প্রয়োজন। সূত্র: আনন্দবাজার আর/১০:১৪/২৩ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ltKdvt
February 24, 2017 at 12:00AM
23 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top