খ্যাতির বিড়ম্বনা বোধহয় একেই বলে! বলি পাড়ায় তারকা-ভক্তের সম্পর্কের কোনও সংজ্ঞা হয় না। তারকার প্রেমে একই ছবি ১০ বার দেখা ব্যক্তিই ভক্ত আবার পর্দার অভিনেত্রীকে বাস্তবে দেখে ছুঁতে চাওয়ার চেষ্টা করা ব্যক্তিও। বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের জীবনে এমন অভিজ্ঞতা আকছার ঘটে।রইল বলি পাড়ার এমনই ১০ তারকার ভক্ত বিড়ম্বনার ঘটনা আমিশা প্যাটেল: উত্তরপ্রদেশের গোরক্ষপুরে এক গয়নার দোকানের উদ্বোধনে গিয়েছিলেন আমিশা। কহো না প্যায়ার হ্যায়র অভিনেত্রীকে সামনে দেখে, ছোঁয়ার চেষ্টা করে জনতার একাংশ। পরিস্থিতি এমন হয় যে, তাঁকে অশালীন ভাবে স্পর্শ করার চেষ্টার জন্য এক ব্যক্তিকে চড় কষান আমিশা প্যাটেল। বিপাশা বসু: গিয়েছিলেন বেঙ্গালুরুর এক মলে দোকানের উদ্বোধনে। কিন্তু, তাঁকে দেখে এত লোকের সমাগম দেখে চমকে যান। পরে এতজন তাঁর দিকেই আসছে দেখে, ভয়ে নিজেকে দোকানের ভিতরে লক করে দিয়েছিলেন বিপস্। অতিরিক্ত বাউন্সার ডাকার পর, তাঁকে উদ্ধার করা হয়। দীপিকা পাড়ুকোন: দীপাবলির এক ফটোশ্যুট সেরে বেরিয়ে আসছিলেন অভিনেত্রী। এমন সময়ে তাঁকে ঘিরে ধরে একদল জনতা। ভক্তের পরিচয়ে দীপিকাকে স্পর্শের চেষ্টা করা হয়। যদিও বাউন্সারদের সাহায্যে নিরাপদে গাড়িতে উঠে পড়েন দীপিকা। করিনা কপুর খান: শ্যুটিং চলছিল বজরঙ্গি ভাইজানএর। শ্যুটিং শেষে গাড়িতে উঠতে যাচ্ছিলেন করিনা। কিন্তু, কিছু অভব্য ব্যক্তি ঘিরে ধরে অভিনেত্রীকে স্পর্শ করার চেষ্টা করছিল। তবে করিনার বডিগার্ডদের সঙ্গে তারা পেরে ওঠেনি। ক্যাটরিনা কাইফ: একবার নয় দুবার মবড্ হন ক্যাটরিনা। প্রথমে অক্ষয় কুমারের সঙ্গে তিস মার খান এর প্রোমোশনে। দ্বিতীয়বার, আহমেদাবাদে আজব প্রেম কি গাজব কাহানির প্রোমোশনে। দ্বিতীয়বার নাকি অভিনেত্রীকে বাইকে করে তাড়া করেছিল একদল যুবক। পালাতে গিয়ে, ক্যাটের পায়ে চোট আসে বলেও শোনা যায়। বলিউডে অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি বাউন্সার ব্যবহার করেন ক্যাটরিনা। প্রিয়াঙ্কা চোপড়া: তেরি মেরি কাহানির প্রচারে মহারাষ্ট্রের অউরঙ্গাবাদে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু, সেখানে ভিড়ের মাঝে পড়ে যান অভিনেত্রী। মোক্ষম সময়ে শাহিদ কপুর না বাঁচালে, সমস্যা পড়তেন প্রিয়াঙ্কা। অক্ষয় কুমার ও সোনাক্ষী সিনহা: আজমেঢ় দরগায় প্রথমবার গিয়েছিলেন সোনাক্ষী। সঙ্গে অক্ষয় কুমার। কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছিল দরগার চারপাশ। কিন্তু, বের হওয়ার পথে বড় ভিড়ের মাঝে পড়ে যান তারকারা। অনেকেই সোনাক্ষীকে স্পর্শ করতে যান। কিন্তু, খিলাড়ি কুমার সোনাক্ষীকে এমনভাবে আগলে রেখেছিলেন, যে কেউ ছুঁতে পাননি। সোনম কপুর: রাঞ্ঝানা ছবির সাফল্যে খুশি সোনম হাজির হয়ে যান সিনেমা হলে। আর তাঁকে দেখে, ভক্তরাও উত্তেজিত হয়ে যান। নিরাপত্তারক্ষীদের ভেদ করে সোনমকে ছোঁয়ার চেষ্টা করেন অনেকে। কিন্তু, অভিনেতা ধনুশের সাহায্যে সোনম হল থেকে বেরিয়ে আসেন। সুস্মিতা সেন: পুনেতে এক বিপণির উদ্বোধনে গিয়েছিলেন সুস্মিতা। সেখানে ভিড়ের মাঝে পড়ে যান তিনি। কিন্তু, খুব সতর্কভাবেই ভিড় ঠেলে বেরিয়ে আসেন তিনি। বিদ্যা বালন: কাহানির শ্যুটিংয়ে কলকাতায় ছিলেন বিদ্যা। কিন্তু, সেখানে ফ্যানেদের খপ্পড়ে পড়ে যান অভিনেত্রী। শেষে নিজের গাড়ি ছেড়ে অন্য এক গাড়িতে করে শ্যুটিংস্পট ছাড়েন বিদ্যা বালন। এফ/২১:২৩/১২ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2l7Q2yG
February 13, 2017 at 03:32AM
12 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top