নার্সিংহোমরাজ নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বিধায়কের

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, শিলিগুড়িঃ শিলিগুড়ির নার্সিংহোমগুলি লুটপাট চালাচ্ছে বলে অভিযোগ তুলে বৃহস্পতিবার মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক শংকর মালাকার মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠান। সেখানে তিনি জানিয়েছেন, শিলিগুড়ির নার্সিংহোমের প্রতি উত্তরবঙ্গের অধিকাংশ মানুষ নির্ভর করার সুবাদে এই শহরের নামি নার্সিংহোমগুলি চিকিত্সার নামে সাধারণ মানুষের ওপর রীতিমতো লুটপাট চালাচ্ছে। শিলিগুড়ির নার্সিংহোমগুলিকে নিয়ে বিভিন্ন মহলে মুখ খোলা শুরু করেছেন।

শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কার্যকরী কমিটির সদস্য রূপক দেসরকারের বক্তব্য, ‘সরকারি পদক্ষেপ খুব ভালো। তবে অবিলম্বেই এই পদক্ষেপ করা উচিত। কারণ চিকিত্সার নামে সাধারণ মানুষ যেভাবে নার্সিংহোমগুলিতে সমস্যায় পড়ছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অযথা অস্রোপচারের সিদ্ধান্ত নেওয়া, প্রয়োজন না থাকলেও রোগীকে আইসিইউ-তে স্থানান্তরিত করার মতো নানা অভিযোগ বিভিন্ন সময়েই উঠেছে। আমরা এনিয়ে আগে বহুবার আন্দোলনের পথে গিয়েছি। এসবের বিরুদ্ধে অবিলম্বে তদন্তের প্রয়োজন রয়েছে।’



from Uttarbanga Sambad http://ift.tt/2lzvzmg

February 24, 2017 at 06:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top