উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, মুম্বইঃ বিসিসিআই-সুপ্রিমকোর্ট দড়ি টানাটানিতে সমস্যায় অনূর্ধ্ব ১৯ ভারতীয় ক্রিকেট দল। টাকার অভাবে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, রাতের খাবারের জন্য ক্রিকেটারদের নির্ভর করতে হচ্ছে বাড়ি থেকে পাঠানো টাকার ওপর। মুম্বইতে ইংল্যান্ডের বিরুদ্ধে চলা এক মাস ব্যাপি ক্রিকেট সিরিজের মাঝে এখন এমনই পরিস্থিতি কোচ রাহুল দ্রাবিড়-সহ গোটা অনূর্ধ্ব ১৯ ভারতীয় ক্রিকেট দলের।
কিন্তু এমন অবস্থা কেন? সুপ্রিম কোর্টের নির্দেশে দেশের ক্রিকেটের শাসনভার আপাতত বিনোদ রাই, ডায়না এডুলজি, রামচন্দ্র গুহ, বিক্রম লিমায়ে- এই চার বোর্ড প্রশাসকদের হাতে। কিন্তু প্রাক্তন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর এবং অজয় শিরকের অফিসে তালা পড়ায় এখন টাকা বরাদ্দ করার মতো কোনও স্বাক্ষরকারী নেই বোর্ডে। ফলে ক্রিকেটাররা তাঁদের দৈনিক ভাতার টাকাও পাচ্ছেন না ঠিকমতো। এর সঙ্গে নোট বাতিলের জেরে টাকা তোলার ক্ষেত্রে বিধিনিষেধ থাকায় ব্যাপক সমস্যায় পড়েছেন ক্রিকেটাররা। দলের তরফ থেকে জানানো হয়েছে, ব্রেকফাস্ট ও লাঞ্চ বিনামূল্যে পেলেও রাতের খাবার কিনতে হচ্ছে। তখনই হচ্ছে অসুবিধা। খুঁজতে হচ্ছে কম দামের খাবার।
বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, অভ্যন্তরীণ সমস্যায় টাকা দেওয়ার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। কিন্তু চেষ্টা করা হচ্ছে যাতে কোহলিদের টিমের কোনো অসুবিধা না হয়।
from Uttarbanga Sambad http://ift.tt/2lqb7SL
February 08, 2017 at 06:37PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন