আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টূনামেন্ট ২০১৭ এর পুরুস্কার বিতরণী সম্পন্ন  

 Arafat Koko UK-2
লন্ডন প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র ছোট ভাই বাংলাদেশ উন্নয়র ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান আরাফাত রহমান কোকো এ পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু তার স্মৃতি অম্লান, অজেয় ও অক্ষয়। লাখো লাখো জনতার অশ্রুশিক্ত বিদায় প্রমাণ করে আরাফাত রহমানের স্থান এদেশের মানুষের মনের মণিকোঠায়। তিনি নীরবে নিবৃতে মানুষের কল্যাণে কাজ করেছেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গন বিশেষ করে ক্রিকেটের উন্নয়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। সম্মিলিত ছাত্র ঐক্য পরিষদ ইউকের উদ্যোগে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত আরফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০১৬’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার পূর্ব লন্ডনের এর এক হলে আয়োজন করা হয়।
সংগঠনের সদস্য বাবর চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সরফরাজ আহমদ সরফু এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আবু নাছের শেখ। কোরআন তেলোওয়াত করেন মাওলানা শামিম আহমেদ ।
UK Koko-1
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, সন্মানিত অতিথি বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য যুক্তরাজ্য বিএনপি সাবেক সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, টাওয়ার হ্যামেলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলার এম এ ওহিদ আহমেদ, জাস্ট নিউজ বিডি. কমের সম্পাদক মুশফিকুল আনছারী, সেচ্চাসেবক দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পারভেজ মল্লিক, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ সভাপতি আবদুল হামিদ চৌধুরী, উপদেষ্টা তৈমুজ আলী যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি এম লুৎফুর রহমান, গোলাম রব্বানী সোহেল, যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম মামুন, কমিউনিটি নেতা ও ব্যবসায়ী লুৎফুর রহমান, যুক্তরাজ্য যুবদলের সাবেক আহবায়ক দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ, লন্ডন কলেজ অব মার্কেটিং টেকনোলজি এর পরিচালক মিজবাহ বিএস চৌধুরী, ইউকে কার্গোর পরিচালক এমাদুর রহমান, জননী ট্রাভেলেস এর পরিচালক তোফায়েল আহমেদ আলম, সম্মিলিত ছাত্র ঐক্য পরিষদ ইউকের সদস্য ইমতিয়াজ এনাম তানিম, মনোয়ার হোসেন, মকসেদুর রহমান বাবু, ডালিয়া লাকুরিয়া, এম রেহমান বিপুল, মনির আহমেদ খান, জাহিদুর রহমান, আবু নোমান, তায়েফ আহমেদ, সোয়েল আহমদ, যুক্তরাজ্য বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সাত্তার, সহ দপ্তর বিষয়ক সেলিম আহমেদ,সহ তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জাহেদ গাজী, সহ যুব বিষয়ক সম্পাদক খিজির আহমেদ, লন্ডন মহানগর বিএনপি সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবেদ রেজা, ইস্ট লন্ডন বিএনপির সদস্য সচিব এস এম লিটন, এন্ডফিল্ড বিএনপির সভাপতি হেলাল উদ্দিন, যুক্তরাজ্য বিএনপির সদস্য সাদেক মিয়া, কামাল চৌধুরী, হাবিবুর রহমান, কেমডেন সুরমা সেন্টারের সাবেক চেয়ার শামিম আহমেদ, কেমডেন সুরমা সেন্টারের বর্তমান চেয়ার আবদুস সামাদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক সম্পাদক এনামুল হক লিটন, সুনামগঞ্জ চ্যালেঞ্জার ম্যানেজার ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, কর্মকর্তা আবদুল হামিদ খান হেভেন, অধিনায়ক ইমরান হোসেন ।
সিলেট সুপারস্টার কর্মকর্তা তুরন মিয়া, ফিরোজ আলম, কামাল উদ্দিন, অধিনায়ক সাদেক আহমদ, কর্মকর্তা শরিফুল ইসলাম। বগুড়া বাইকিংস এর ম্যানেজার ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোলেহীন করিম চৌধুরী, কর্মকর্তা দেওয়ান আবদুল বাছিত, অধিনায়ক লায়েক মোস্তাফা। শ্যামল সিলেট ক্রিকেট ক্লাবের ম্যানেজার মিজবাউজ্জামান সোহেল, কর্মকতা হেলাল নাসিমুজ্জামান, আবু সালেহ জিলান। মৌলভীবাজার ডাইনামেটস এর ম্যানেজার সেলিম আহমেদ, কর্মকর্তা আবদুস শহিদ। হবিগঞ্জ বুলস এর ম্যানেজার জুয়েল আহমদ।
বাংলাদেশী স্টুডেন্ট ইউনিয়ন ইউকের ম্যানেজার আলাউদ্দিন রাসেল, কর্মকতা কানিজ ফাতেমা, আবদুল্লাহ আল নোমান, দুরন্ত লক্ষীপুর ম্যানেজার মোজাহিদুল ইসলাম, অধিনায়ক সাইফুল ইসলাম মিরাজ, সুন্দরবন ক্রিকেট ক্লাবের ম্যানেজার শাহরিয়া রাসেল, অধিনায়ক রানা আহমেদ, ইস্ট লন্ডন টাইগারের ম্যানেজার শফিকুল ইসলাম রিবলু, অধিনায়ক নুরুমজ্জামান রাজন, ঢাকা ওয়ারিয়ার এর অধিনায়ক শফিউল আলম মুরাদ, চট্টগ্রাম ভয়েস ম্যানেজার সাইদা টুম্পা, কর্মকতা খোরশেদ শিবলী। কেমডেন ১১ এর ম্যানেজার শাহিন আহমদ । রাজশাহি কিংস এর অধিনায়ক ফুয়াদুর রহমান । রংপুর রাইডাস এর ম্যানেজার মাসুদুর রহমান, কর্মকর্তা পিনাক আহমেদ, যুক্তরাজ্য যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক আফজল হোসেন, লন্ডন মহাগনর যুবদলের সভাপতি আবুল খয়ের, সহসভাপতি পলিক আহমেদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি কামাল উদ্দিন, ফিরোজ আলম, জিয়াউল হক দিপু, যুগ্ন সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, আকমল হোসেন, যুক্তরাজ্য জাসাস সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহসভাপতি তরিকুল ইসলাম সওকত, যুক্তরাজ্য মহিলা দলের আহবায়িকা ফৈরদোস রহমান, সদস্য সচিব অঞ্জনা আলম, সদস্য রিতু রহমান, ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহনকারী ১৬ টিমের ১৬জনও বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, আরফাত রহমান কোকোর বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের ভূমিকার কারণে আজ বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বের একটি মর্যাদাশীল জায়গা পৌচেছে । কোকো ক্রিকেটকে তৃনমূল পর্যায়ে নিয়ে গেছেন । যার মাধ্যমে নতুন নতুন খেলোয়াড় সৃষ্ঠি হচ্ছে। কোকো সব সময় পিছনে থেকে কাজ করেছেন বাংলাদেশের ক্রিকেটে উন্নয়নকে তরান্বিত করতে।
অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহনকারী ১৬ টিমকে সম্মাননা স্মারক দেয়া হয়। ১৫ টি ম্যান অব দ্য ম্যাচ দেয়া হয়। ২টি ফেয়ার প্লে দেয়া হয়। সেরা বলার, সেরা ব্যাটসম্যান, সেরা খেলোয়াড়দের পুরস্কার দেয়া হয়। চ্যাম্পিয়ন্স ট্রফি, রানার্স আপ ট্রফি এবং ১১টি চ্যাম্পিয়ন্স মেডেল এবং ১১ টি রানার্স আপ মেডেল দেয়া। চ্যাম্পিয়ন্স দল এবং রানার্স আপ দলকে ট্রফি ও প্রাইস মানি তুলে দেয়া হয়।


from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2kCcnEc

February 11, 2017 at 07:54AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top