উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, শিলিগুড়িঃ শিলিগুড়িকে পৃথক জেলা গঠনের দাবিতে ধারাবাহিক আন্দোলন করে মহকুমায় নিজেদের রাজনৈতিক শক্তি ফিরে পেতে চাইছে কংগ্রেস।
শনিবার দার্জিলিং জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে দলের জেলা সভাপতি (সমতল) শংকর মালাকার প্রশ্ন তোলেন, ‘কালিম্পং যদি জেলা হতে পারে তাহলে শিলিগুড়ি কেন জেলা হবে না? কেন শিলিগুড়ির মানুষকে জেলার কাজকর্মের জন্য দার্জিলিং ছুটতে হবে?’ অবিলম্বে শিলিগুড়িকে জেলা করার দাবিতে রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর কাছে দরবার করা মহকুমায় বন্ধ ডাকা হবে বলেও ঘোষণা করেছেন শংকরবাবু। এমনকি মে মাস থেকে দার্জিলিং-এর জেলাশাসককে বয়কটের হুমকিও দেওয়া হয়েছে।
from Uttarbanga Sambad http://ift.tt/2kzeWZ6
February 18, 2017 at 07:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.