ঢাকা, ২৭ ফেব্রুয়ারি- গুণি সংগীতশিল্পী লাকী আখন্দের জীবন সংকটাপন্ন। বর্তমানে তিনি বিএসএমএমইউতে (পিজি হসপিটাল) চিকিৎসাধীন রয়েছেন। লাকী আখন্দের ঘনিষ্ঠজন এরশাদুল হক টিংকু বিষয়টি নিশ্চিত করেছেন। এরশাদুল হক টিংকু বলেন, আজ সকাল ৭টা থেকে লাকী ভাই-এর অবস্থা সংকটাপন্ন অবস্থায় চলে যায়। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, এখন যে কোনও মুহূর্তে যে কোনও কিছু ঘটে যেতে পারে। এদিকে লাকী আখন্দের শারিরীক অবস্থার অবনতির খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গুণী এই সংগীতজ্ঞ অনেক দিন ধরেই মরণব্যাধী ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। ছয় মাসের চিকিৎসা শেষে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ২০১৬ সালের ২৫ মার্চ দেশে ফেরেন তিনি। সেখানে কেমোথেরাপি নেওয়ার পর শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছিল তার। একই বছরের জুনে আবারও থেরাপির জন্য ব্যাংকক যাওয়ার কথা ছিল। কিন্তু আর্থিক সংকটের কারণে পরে আর তার সেখানে যাওয়া হয়ে উঠেনি। এফ/০৮:৪৫/২৭ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mAN1Vn
February 27, 2017 at 02:48PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন