জমি দখলমুক্ত হল পর্যটনমন্ত্রীর হস্তক্ষেপে

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, শিলিগুড়িঃ ল্যান্ড মাফিয়াদের হাতে জমি প্রায় দখলের পথে। স্থানীয় কাউন্সিলার সহ অনেকের দরজায় ঘুরেও দখলমুক্ত করতে পারছিলেন না জমির মালিক সঞ্চিতা দাস। বাধ্য হয়েই পর্যটনমন্ত্রী গৌতম দেবের দারস্থ হন তিনি। ল্যান্ড মাফিয়াদের তাঁর জমি দখলের চক্রান্তের কথা জানান মন্ত্রীকে। পরে গৌতমবাবুর হস্তক্ষেপে পুনরায় জমি ফেরত পেতে চলেছেন তিনি। শিলিগুড়ির তিলকসাধু মোড় সংলগ্ন সারদাপল্লি এলাকায় জমি ফেরত্ পেয়ে সঞ্চিতাদেবী ধন্যবাদ জ্ঞাপন করেন মন্ত্রীকে।

৩৭ নম্বর ওয়ার্ডের ওই এলাকায় বেশ কয়েক বছর আগে তিন কাঠার কিছু বেশি জমি কেনেন সঞ্চিতাদেবী। বর্তমানে তিনি কলকাতার বাসিন্দা। জমিটি ফাঁকা পড়ে থাকায় স্থানীয় এক ঠিকাদার সেখানে মালপত্র রাখার জন্য সেটিকে ব্যবহার করেন। ঘর বানিয়ে বসে সেই জমিতে। এমনকি সঞ্চিতাদেবী তাঁর নিজের জমিতে ঢুকতে চাইলেও তাকে বাঁধা দেওয়া হয় । এরপর ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা।
পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন,‘একজন মহিলা জমির সমস্যা নিয়ে আমার কাছে এসেছিল। আমি সমস্ত কাগজপত্র নিয়ে থানায় দেখাতে বলেছি। পুলিশকেও বলা হয়েছে ব্যবস্থা নিতে। আমার বিধানসভা এলাকায় এই ধরনের ঘটনা মেনে নেব না।’



from Uttarbanga Sambad http://ift.tt/2kHHWMH

February 12, 2017 at 11:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top