মুম্বাই, ১৮ ফেব্রুয়ারি- তনুজা ও সমু মুখোপাধ্যায়ের বড় মেয়ে কাজল। কিন্তু নামের শেষে কখনও পদবী ব্যবহার করেন না তিনি। পরিচিতিও পেয়েছেন শুধুমাত্র কাজল নামেই। তবে তিনিই একমাত্র নন। বহু বলি-তারকাই বিখ্যাত হয়েছেন শুধুমাত্র নাম ব্যবহার করে। আবার অনেকে পদবীর সঙ্গে কেটে ছেঁটে বাদ দিয়ে দিয়েছেন নিজের নামের খানিকটাও। তালিকায় রইল এমনই কয়েক জন নায়ক-নায়িকার নাম। কাজল: কখনই পুরো নাম ব্যবহার করেন না কাজল। বাবা সমু মুখোপাধ্যায়ের সঙ্গে মা তনুজার বিবাহ বিচ্ছেদের পরই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কাজল মুখোপাধ্যায় থেকে পদবী ছেঁটে শুধুমাত্র কাজল নামটিই ব্যবহার করেন নায়িকা। তামান্না: পদবী ছেঁটে ফেলেছেন তামান্না ভাটিয়াও। সম্প্রতি সংখ্যাতত্ত্বের কারণে নিজের নাম থেকে পদবীটি বাদ দিয়েছেন এই দক্ষিণী অভিনেত্রী। তব্বু: পুরো নাম তবস্সুম হাশমি। নায়িকার দাবি, জটিল নামের সমস্যা কাটাতেই তব্বু নাম ব্যবহার শুরু করেন তিনি। রেখা: আসল নাম ভানুরেখা গণেশন। কিন্তু নায়িকা হওয়ার পক্ষে সেই নাম বড্ড ভারী। তাই পদবী ও নামকে ঘষে মেজে ছোট করে নিয়েছিলেন রেখা। আসিন: তাঁর পদবী থট্টুমকল। উচ্চারণের পক্ষে এই পদবী বেশ জটিল হওয়ায় পদবীকে বাদ দিয়েছিলেন আসিন। গোবিন্দা: আসল নামটি ছিল বেশ বড়। গোবিন্দা অরুণ আহুজা। সেই নাম সরল করতে শুধুমাত্র প্রথম নামটিই ব্যবহার করেন গোবিন্দা। আর/১৭:১৪/১৯ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kVUHRi
February 20, 2017 at 12:30AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top