উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ বিনা হেলমেটে রাতে চার বন্ধু ঘুরতে বেরিয়ে বেপোরোয়া স্পিডের বলি হল দুই কিশোর-কিশোরী। রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ কামালগাজি ফ্লাইওভারের ঘটনা। সকলেই রিজেন্ট পার্ক থানা এলাকার বাসিন্দা। একটি বাইকে ছিল রাহুল ব্যানার্জি ও পায়েল গুহ। অপরটিতে ছিল আমন সাউ এবং শর্মিষ্ঠা কুণ্ডু। কারোরই ছিল না লাইসেন্স। না ছিল হেলমেট।
পায়েল গুহ এবারের মাধ্যমিক পরীক্ষার্থী। রাহুলের বাইকে বসেছিল সে। দ্রুতগতিতে বাইক চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা মারে রাহুলের বাইক। ফ্লাইওভারেই ছিটকে যায় রাহুল এবং সেখান থেকে ছিটকে নিচে পড়ে যায় পায়েল। দুজনকেই স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় তাদের।
বারবার সচেতন করা সত্ত্বেও বিনা হেলমেটে ও বিনা লাইসেন্সে গাড়ি চালানোর অসচেতনতা নিয়ে উঠছে প্রশ্ন। প্রশ্ন উঠছে পুলিশের নজরদারিতেও।
from Uttarbanga Sambad http://ift.tt/2l3FVfN
February 27, 2017 at 07:13PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন