অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলিদের চার ম্যাচের সিরিজ শুরু ২৩ ফেব্রুয়ারি।এই সিরিজের প্রথম ম্যাচ জিতলেই ভারত পাবে ১০ লক্ষ ডলার। আর তা দেবে খোদ আইসিসি। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ১২১ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ভারত রয়েছে সবার উপরে। ১০৯ পয়েন্টে দুনম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। ভারত যদি স্মিথদের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতে যায় তা হলে চলতি মরসুমে আর কোনও দেশ কোহালিদের টপকাতে পারবে না। সে ক্ষেত্রে এক নম্বর টেস্ট দল হিসাবে আইসিসির ১০ লক্ষ ডলারের পুরস্কারও পেয়ে যাবে কোহলি এন্ড টিম। গত বছর পর্যন্ত এই পুরস্কার মূল্য ছিল ৫ লক্ষ ডলার। এই বছরই তা দ্বিগুণ করার কথা ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তবে এই ১০ লক্ষ ডলার জেতার সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়ারও। সে ক্ষেত্রে ভারতকে ৩-০ ফলাফলে হারাতে হবে স্মিথ বাহিনীকে। তবে দুর্দান্ত ফর্মে থাকা মেন ইন ব্লু-কে ঘরের মাঠে এত সহজে স্মিথরা হারিয়ে দেবে, সে দাবি করছেন না অতি বড় অজি সমর্থকও। আনন্দবাজার। এফ/০৮:৫৩/১৭ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lda8FX
February 17, 2017 at 02:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top