ঢাকা, ২৫ ফেব্রুয়ারী- কয়েকদিন ধরেই আলোচনায় আছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ডুব চলচ্চিত্রটি। ছবিটি হুমায়ূন আহমেদের জীবনীনির্ভর কি না, আলোচনার বিষয় সেটাই। এবার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা ডুব বিতর্কে মুখ খুলেছেন। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন: মেহের আফরোজ শাওনের সাথে আমার অনলাইন অফলাইনে কোথাও পরিচয়টুকুও নেই, তাই হয়তো আপনার চাইতে তাকে চিনি কম। এতটুকু জানি সে একজন নারী। আপনি বা আপনারা যখন ইতর প্রাণীর ভাষায় ব্যক্তিগত আক্রমন করেন তখন আমি দেখি একজন নারীকে অপমান করা হচ্ছে এবং সেটা দেখে মুখ বন্ধ করে থাকা যায়না। যে মানুষটির দিকে কাঁদা ছুড়ছেন কাঁদা কি আপনার হাতে লাগছে না। অপরপক্ষে দেখি মোস্তফা সারোয়ার ফারুকীর ব্যাপারেও আপনারা কেউ তাকে এবং তার পুরো কাজকে আমলেই নিচ্ছেন না আবার কারো কাছে তার প্রতিটা কথা বেদবাক্য। আপনারা কি সাদাকালোর বাইরে আর কিছু দেখেন না? নাকি ব্যক্তি, সত্ত্বা, কাজ, সময় এই ব্যাপারগুলো আলাদা করতে জানেন না। একটা লজিক্যাল সমালোচনা করতে যেয়ে আপনারা কামড়ে ধরেন কেন? সংযত জিহ্বা নাকি শ্বদন্তের ব্যবহার করবেন তা আপনার শিক্ষার উপর নির্ভর করে। আর যখন একজন নারীকে নিয়ে কথা বলবেন তখন বিশেষভাবে সংযত হোন কারন আপনার মা, তার মা এবং তার মাও নারী ছিলেল, আপনি হয়তো জানেননা তারা সবাই মানুষ ছিলেন... কেউ ফেরেশতা বা শয়তান ছিলেননা! প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি সেন্সর বোর্ডে ছবিটি নিয়ে লিখিতভাবে আপত্তি জানানোর পর গেল রোববার নিজের বাসায় সংবাদ সম্মেলন করেছেন হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। লিখিত বক্তব্যে শাওন প্রশ্ন তোলেন, হুমায়ূন আহমেদ জীবনের অনেক গল্পই পাঠক-দর্শকের জানা। সেই সত্য গল্পের সঙ্গে কিছু বিভ্রান্তিমূলক তথ্য ও তাকে নিয়ে ট্যাবলয়েড পত্রিকার কিছু চটকদার গুজব জুড়ে দিয়ে যদি কোনো ছবি বানানো হয়, সেটি কি নৈতিক? বক্তব্যের পাশাপাশি তিনি ডুব চলচ্চিত্রের অভিনয়শিল্পীদের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত মন্তব্য ও ফেসবুক স্ট্যাটাসের অনুলিপি তুলে ধরেন। এসব দেখে ও পড়েই তার আশঙ্কা হয়েছে, ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে সবার প্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lUulmw
February 26, 2017 at 01:59AM
25 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top