হায়দ্রাবাদ, ১৩ ফেব্রুয়ারি- ২০৮ রানের বড় ব্যবধানে হার। দুই ইনিংস মিলিয়েও প্রথম ইনিংসে ভারতের করা ৬৮৭ রান পেরোতে পারেনি বাংলাদেশ। পরিসংখ্যানগুলো হতাশাজনকই বটে। কিন্তু প্রথমবারের মতো ভারতের মাটিতে টেস্ট খেলতে নেমে বাংলাদেশের প্রাপ্তির ঝুলিটাও খুব একটা কম নয়। টেস্টটা পঞ্চম দিন পর্যন্ত টেনে নিয়ে গিয়ে বাংলাদেশ যেভাবে লড়াই করেছে, তা নিশ্চিতভাবেই আশা জাগানোর মতো ব্যাপার। প্রথম ইনিংসে বিরাট কোহলির দ্বিশতক আর মুরলি বিজয়, ঋদ্ধিমান সাহার শতকে ভর করে ভারত গড়েছিল ৬৮৭ রানের পাহাড়। ম্যাচটাও বাংলাদেশের হাত থেকে ফসকে গিয়েছিল অনেকটাই। জবাবে ব্যাট করতে নেমে ফলোঅনও এড়াতে পারেনি মুশফিক বাহিনী। অলআউট হয়েছিল ৩৮৮ রানে। তবে বাংলাদেশকে ফলোঅন না করিয়ে আবার দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেছিল ভারত। স্কোরবোর্ডে ১৫৯ রান জমা করেই ইতি টেনেছিল দ্বিতীয় ইনিংসের। ফলে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছিল ৪৫৯ রান। জিততে হলে তাই রেকর্ডই গড়তে হতো বাংলাদেশকে। ভারতের মাটিতে ভারতের বিপক্ষে চতুর্থ ইনিংসে এতগুলো রান করা যে কোনোভাবেই সম্ভব ছিল না, তা বলাই বাহুল্য। ম্যাচটা ড্র করতে পারলেও সেটা হতো জয়েরই সমান। সেই লক্ষ্যের দিকেও কিন্তু অনেকখানিই এগিয়ে গিয়েছিলেন মুশফিক-মাহমুদউল্লাহরা। বাংলাদেশের শেষ ব্যাটসম্যান হিসেবে তাসকিন আহমেদ যখন সাজঘরে ফিরছেন, তখন দিনের খেলার বাকি ছিল মাত্র ২৫ ওভার। শেষটা তাই কিছুটা আক্ষেপ হয়েই থেমে গেছে বাংলাদেশের সমর্থকদের জন্য। ইশ! আর কিছুক্ষণ যদি ব্যাট করতে পারতেন সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহ! তাইজুল ইসলাম যদি সেই সর্বনাশা ঝড়ো ব্যাটিং শুরু না করতেন! এই আফসোসগুলো আওড়াতে আওড়াতেই হয়তো টেলিভিশনের পর্দার সামনে থেকে উঠেছেন অনেকে। তবে এর মধ্যেও বাংলাদেশ যে লড়াইটা করেছে, তাতে মুশফিকদের নিয়ে গর্ব করার অনেক জায়গা আছে। ২০০০ সালের পর থেকে ভারতের মাটিতে চতুর্থ ইনিংসে মাত্র একবারই দেখা গেছে ১০০ ওভার ব্যাটিং করতে। ২০০৩ সালে সেটা করেছিল নিউজিল্যান্ড। আহমেদাবাদে সেই টেস্টটা ড্র-ও করেছিল স্টিফেন ফ্লেমিংয়ের দল। তারপর বাংলাদেশই চতুর্থ ইনিংসে খেলতে পেরেছে ১০০ ওভার। প্রথম ইনিংসেও বাংলাদেশ ব্যাটিং করেছিল ১২৭ ওভার। ভারত সফরে দেখা গেছে দারুণ কিছু ব্যক্তিগত অর্জনও। বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টেস্টে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন অধিনায়ক মুশফিক। প্রথম ইনিংসে খেলেছেন ১২৭ রানের লড়াকু ইনিংস। টেস্টে অনেক দিন ধরেই নিষ্প্রভ হয়ে থাকা মাহমুদউল্লাহ আবার ইঙ্গিত দিয়েছেন স্বরূপে ফেরার। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬৪ রানের ইনিংসটি এসেছে তাঁরই ব্যাট থেকে। ভারত সফরে বাংলাদেশের অন্যতম প্রাপ্তি ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজকে খুঁজে পাওয়া। ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করে নিজেকে বোলার হিসেবে ভালোভাবেই চিনিয়েছিলেন অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক। কিন্তু ব্যাটসম্যান মিরাজকে খুঁজে পাওয়া যাচ্ছিল না কিছুতেই। সেটাই পাওয়া গেল হায়দরাবাদ টেস্টে। প্রথম ইনিংসে অসাধারণ ব্যাটিং করে মিরাজ খেলেছিলেন ৫১ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসেও তাঁর ব্যাট থেকে এসেছে ৬১ বলে ২৩ রানের লড়াকু ইনিংস। বাংলাদেশের আগে ভারত সফরে গিয়ে ইংল্যান্ড সিরিজ হেরেছিল ৪-০ ব্যবধানে। এর মধ্যে দুটি ছিল ইনিংস ব্যবধানের হার। দুর্দান্ত ফর্মে থাকা ভারতের সামনে টেস্ট ক্রিকেটের সবচেয়ে অভিজ্ঞ দল যেভাবে নাকাল হয়েছিল, সেই তুলনায় অনেক ভালোই খেলেছেন মুশফিক-সাকিবরা। আরো বেশি টেস্ট খেলার সুযোগ পেলে বাংলাদেশ যে সমীহ জাগানোর মতো শক্তি হয়ে উঠবে, সেই আশা তো তাই করাই যায়। আর/১৭:১৪/১৩ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kjbq4S
February 14, 2017 at 12:03AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.