নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে শুক্রবার সকালে তাৎক্ষণিকভাবে সাংবাদিকরা সভা বর্জন করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন।
সাংবাদিক গাজীউল হক সোহাগ বলেন, সকালে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচন উপলেক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা নির্বাচন অফিস থেকে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সাংবাদিকদের ফোন করে অনুরোধ করা হয়। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। পরিচয় পর্ব শেষে ডিসি সাংবাদিকদের অনুষ্ঠান থেকে চলে যেতে বলেন।
কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম রতন বলেন, মতবিনিময় সভায় সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়। সভার শুরুতে পরিচিতি পর্ব শেষে ডিসি জাহাঙ্গীর আলম সাংবাদিকদের সভাকক্ষ থেকে বের হয়ে যেতে বলেন। তিনি সাংবদিকদের অপমান করেছেন। উপজেলা নির্বাচনের দুইজন প্রার্থীকে নিয়ে কী গোপনীয় মতবিনিময় তা নিয়ে প্রশ্ন রয়েছে। সাংবাদিকরা জেলা প্রশাসনের সংবাদ বর্জনের চিন্তা করছেন।
এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক অশোক কুমার বড়ুয়া, এনামুল হক ফারুক ও বাহার রায়হান প্রমুখ।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান তালুকদার বলেন, নির্বাচন অফিসের ইচ্ছে অনুযায়ী ডিসি স্যার আপনাদের চলে যেতে বলেন। পরে আপনাদের ব্রিফ করার জন্য বলা হয়েছে। তিনি এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
from Comillar Barta™ http://ift.tt/2mkzmCy
February 24, 2017 at 07:15PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন