জিতল মোহনবাগান

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ আইলিগে মোহনবাগান ৩-২ গোলে হারাল আইজল-কে। কলকাতার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে মোহনবাগানের হয়ে ২ ও ৮৪ মিনিটে গোল করেন ডাফি এবং ৫৩ মিনিটে গোল করেন লালপেখলুয়া। আইজলের হয়ে এদিন ৪১ মিনিটে গোল করেন জে রানে এবং ৩৬ মিনিটে গোল করেন মেহতা।

ছয়টি ম্যাচের পর মোহনবাগান ১৬ পয়েন্ট এবং সাতটি ম্যাচের পর আইজল ১৩ পয়েন্টে পৌঁছল।



from Uttarbanga Sambad http://ift.tt/2jLdimC

February 04, 2017 at 09:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top