‘কুমিল্লা’ নামেই বিভাগের দাবিতে ফুঁসে উঠছে কুমিল্লাবাসী

নিজস্ব প্রতিবেদক ● ‘ময়নামতি’ নামে কুমিল্লা বিভাগের নামকরণ হবে এমন ঘোষণায় ফুঁসে উঠছে কুমিল্লাবাসী। কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবি কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা এবং এই দাবি বাস্তবায়ন করতে গিয়ে নতুন নামে বিভাগ ঘোষণা মেনে নেবে না কুমিল্লার সর্বস্তরের জনগণ।

মঙ্গলবার সকাল থেকেই এই ঘোষণায় ক্ষোভ এবং দুঃখ প্রকাশ করে কুমিল্লার সব শ্রেণি পেশার মানুষ। শত বছরের ঐতিহ্যবাসী শিক্ষা, সংস্কৃতি, কৃষি ও ক্রীড়ার পীঠস্থান কুমিল্লা বিভাগ হলে তা হবে ‘কুমিল্লা’ নামেই এমনই প্রত্যাশা কুমিল্লাবাসীর।

তবে কেন এই নামকরণের পরিবর্তন। নতুন নামেই বা হবে কেন ময়নামতি বিভাগ। ময়নামতি নামকরণের পেছনে কি আছে এমনই প্রশ্ন কুমিল্লাবাসীর মনে।

মঙ্গলবারটি যেন কুমিল্লাবাসীর জন্য আরেকটি বেদনার দিন হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন কেন নিলেন মাননীয় প্রধানমন্ত্রী এমন সিদ্ধান্ত। প্রধানমন্ত্রীর কাছে কুমিল্লার মানুষের প্রাণের দাবি কুমিল্লার নামেই এই বিভাগের নামকরণ করা হোক।

এই ঘোষণার পরপরই কথা হয় বেশ কয়েকজনের সাথে। রিক্শা শ্রমিক থেকে শুরু করে দিনমজুর, রাজনীতিবিদ, সহকর্মী সাংবাদিকসহ ব্যবসায়ী, আইনজীবী, শিক্ষক, ডাক্তার সকলেই এই সিদ্ধান্তের প্রতি বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে ক্ষোভ প্রকাশ করেন। সকলেই বলছেন কুমিল্লাকে নিয়ে এ কোনো নতুন ষড়যন্ত্র কিনা।

কুমিল্লার মানুষের ভাগ্য নিয়ে কারা এমন ষড়যন্ত্র করছে এ প্রশ্ন সকলের মুখে মুখে। অনেকেই বলছেন, রাজশাহী, রংপুর, সিলেটসহ গঠন করা সবগুলো বিভাগই প্রাচীন জেলাগুলোর নামেই হয়েছে। তাহলে কুমিল্লা বিভাগ ঘোষণায় নাম পরিবর্তন কেন।

কুমিল্লাকে পিছিয়ে দেয়ার আরেকটি গভীর ষড়যন্ত্র বলেই মনে করছেন কুমিল্লার মানুষ।

কুমিল্লার মানুষ ১৯৮৪ সাল থেকে দীর্ঘ ৩২ বছর ধরে কুমিল্লা বিভাগের আন্দোলন করে আসছে। সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সেই সময়ের কুমিল্লা পৌরসভার চেয়ারম্যানের দায়িত্বে থাকা বর্তমান কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। তার সাথে একাত্বতা পোষণ করে কুমিল্লা সকল মানুষ। সেই চলমান দাবি এমপি নির্বাচিত হওয়ার পর আ ক ম বাহাউদ্দিন বাহার উত্থাপন করে জাতীয় সংসদে। তার দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভাগ বাস্তবায়নের ঘোষণা দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

এক প্রতিক্রিয়ায় তিনি জানান, বাংলাদেশে যে সমস্ত বিভাগ ঘোষিত হয়েছে সেগুলো প্রাচীন জেলার নামেই ঘোষিত হয়েছে। তিনি বলেন, রংপুর, রাজশাহী, সিলেট এই নামে বিভাগ হলে কুমিল্লার ক্ষেত্রে ব্যতিক্রম কেন। কুমিল্লার নামেই বিভাগ হতে হবে।

কুমিল্লার বেশ কয়েকজন রাজনীতিবিদের সাথে কথা বললে তাঁরা জানান, কুমিল্লা বাদ দিয়ে ময়মনামতি নামকরণ করে বিভাগ ঘোষণা কুমিল্লাবাসী কখনো মেনে নেবে না। ইতোমধ্যেই সংগঠিত হতে শুরু করেছে কুমিল্লাবাসী।

কুমিল্লাকে নিয়ে এ গভীর ষড়যন্ত্র মোকাবেলা করার ঘোষণা দিয়েছে কুমিল্লাবাসী। কিছুতেই এই সিদ্ধান্ত মেনে নেবে না কুমিল্লার সাধারণ মানুষ। ইতোমধ্যেই প্রতিবাদের ঘোষণা দিয়েছে কুমিল্লার পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

একনেকের বৈঠকের পর পরিকল্পনামন্ত্রী জানান, প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম ময়নামতি হবে। মন্ত্রী জানান, এখন থেকে নতুন বিভাগের নাম জেলার নামে হবে না। নতুন বিভাগের নাম ভিন্ন নামে হবে।



from Comillar Barta™ http://ift.tt/2lFEl3g

February 14, 2017 at 05:18PM
14 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top