জগন্নাথপুর-পাগলা মহাসড়কের দারাখাই ব্রীজের এ্যাপ্রোচ বিধ্বস্ত, ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল

jagannathpur-pic-19-fab-2017

বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: সড়ক ও জনপথ অধিদপ্তর সুনামগঞ্জের অধীনে জগন্নাথপুর-পাগলা আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সীমান্তে দারাখাই বেইলী ব্রীজের এ্যাপ্রোচ বিধ্বস্ত হওয়ায় রবিবার সকাল থেকে ঝুকিপূর্নভাবে যানবাহন চলাচল করছে। ফলে যে কোন মুহুর্তে যানবাহনগুলো দূর্ঘটনায় পতিত হওয়ার আশংকা রয়েছে। দারাখাই বেইলী ব্রীজটির দু-পারের এ্যাপ্রোচের মাটি ধসে নদী গর্ভে বিলীন হয়ে পড়েছে। যার ফলে বিপদজনক ভাবে যাত্রীবাহি বাস ছাড়াও বিভিন্ন ধরনের যানবাহন ধীর্ঘদিন ধরে ঝুকিপূর্নভাবে যাতায়াত করে আসছে।

এছাড়াও বেইলী ব্রীজটির পাটাতনগুলো নড়বড়ে অবস্থায় রয়েছে। গতকাল রবিবার সকাল থেকে হঠাৎ বেইলী ব্রীজটির দক্ষিন পারের পশ্চিম পাশের অংশের এ্যাপ্রোচ থেকে মাটি ধসে নদী গর্ভে বিলীন হয়ে পড়ায় দু-পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে সুনামগঞ্জের সড়ক ও জনপথ অধিদপ্তরের সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সজিব আহমদসহ কর্মকর্তাগন দারাখাই বেইলী ব্রীজটি পরিদর্শন করেন এবং তাদের নিজস্ব ব্যবস্থাপনায় তাৎক্ষনিকভাবে শ্রমিক দিয়ে এ্যাপ্রোচে মাটি এবং ইটের কংকিট ফেলে দেয়ার পর পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।

সরেজমিন গিয়ে দেখা যায় দারাখাই বেইলী ব্রীজটি সম্পূর্ন ঝুকিপূর্ন অবস্থায় রয়েছে। বাস থেকে যাত্রীদের নীচে নামিয়ে যাত্রীবিহীন বাসগুলো এ্যাপ্রোচের এক পাশ দিয়ে ব্রীজ পারাপার হচ্ছে এবং যাত্রীরা পায়ে হেঁটে ব্রীজ পারাপার করছেন। এদিকে তাৎক্ষনিকভাবে এ্যাপ্রোচের সংস্কার কাজ হলেও একটু বৃষ্টি হলেই পুনরায় এ্যাপ্রোচের মাটি বিধ্বস্ত হওয়ার আশংকা রয়েছে।

সড়ক ও জনপথ অধিদপ্তর সুনামগঞ্জের সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সজিব আহমদ  জানান, দারাখাই বেইলী ব্রীজের এ্যাপ্রোচ বিধ্বস্ত হওয়ার সংবাদ পাওয়ার সাথে সাথে এ্যাপ্রোচটি সংস্কার করা হয়েছে। তিনি জানান, বেইলী ব্রীজটির দু-পারের এ্যাপ্রোচ সংস্কারে শীঘ্রই দরপত্র আহবান করা হবে এবং ঠিকারের মাধ্যমে কাজ সম্পন্ন করা হবে।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2lzbnBv

February 20, 2017 at 10:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top