মুম্বাই, ১০ ফেব্রুয়ারি- কফি উইথ করণ এর সেটে পরিচালক করণ জোহরের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ আনলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। বরাবরই সাহসি বক্তব্য দেয়ার জন্য বলিউডে পরিচিতি রয়েছে তার। সম্প্রতি হৃতিক রোশনকে নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করে জুটেছে ঠোঁটকাটা উপাধিও। এবারে সেলিব্রেটি চ্যাট শো কফি উইথ করণ অনুষ্ঠানে এসে খোদ করণ জোহরকেই আক্রমণ করে বসলেন এ অভিনেত্রী! ডিএনএ জানায়, অনুষ্ঠানের একটি অংশে কঙ্গনা বলেন, আমি যদি কখনো আত্মজীবনী লিখি তবে তাতে স্বজনপ্র্রীতি নামে একটি অধ্যায় রাখবো আর সে অধ্যায়টির রচয়িতা হবেন করণ জোহর! অনুষ্ঠানে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী জানান, কঙ্গনার এ অতর্কিত আক্রমণের তাৎক্ষণিক কোনো জবাব দিতে পারেননি করণ জোহর। বলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রীদের পুত্র-কন্যাদের অভিষেক ঘটেছে করণ জোহরের হাত ধরেই। ফলে কঙ্গনার এই ঠোঁটকাটা মন্তব্যের জবাবে কী বলবেন তা ভেবে পাচ্ছিলেন না করণ! অনুষ্ঠানের এই অংশে অতিথি হিসেবে দেখা যাবে সাইফ আলী খান ও শহীদ কাপুরকে। বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের সাবেক প্রেমিক ও বর্তমান স্বামীকে ফ্রেমবন্দী করার বুদ্ধিটি ভালোই এঁটেছেন করণ! আর/১০:১৪/১০ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kXd1gi
February 11, 2017 at 04:28AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top