লেবাননে আ’লীগের উদ্যোগে অমর একুশে’র আলোচনা সভা

67

বাবু সাহা,লেবাননঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লেবানন আওয়ামী লীগ, শুইফাত শাখার উদ্যোগে  অমর একুশে’র আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ ফেব্রুয়ারি) অপরাহ্নে শুইফাত এলাকায়  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লেবানন আওয়ামী লীগ শৈফাত শাখার সভাপতি রুবেল আহম্মদ এর সভাপতিত্বে ও লেবানন আওয়ামী শাখার সাংগঠনিক সম্পাদক আজহারুল আসলাম জাকির ও শুইফাত শাখার সাধারন সম্পাদক জবরুল ইসলাম এর যৌথ পরিচালনায় আলোচনা সভা শুরু হয়।সভায় প্রধান অতিথি ছিলেন, প্রবীন রাজনীতিবিদ, লেবানন আওয়ামী লীগের উপদেষ্টা অহিদুল হক চৌধুরী মুর্শেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেবানন আওয়ামী লীগের উপদেষ্টা ইসমাইল চৌঃ আকরাম, গাউস মিয়া, আশফাক তালুকদার, হাজী আলাউদ্দিন, ভারপ্রাপ্ত সভাপতি বাবুল মুন্সী, সহ-সভাপতি আহম্মেদ সারোয়ার, ইস্কান্দর আলী মোল্লা, শেখ ফরিদ ভূঁইয়া, জুলহাস মিয়া, বিপ্লব মিয়া, আনোয়ার চৌকদার, সাধারন সম্পাদক তপন ভৌমিক, সহ-সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, শুইফাত শাখার উপদেষ্টা জসিম উদ্দিন,  সিঃ সহ-সভাপতি সুজাত মিয়া, আলবস্তা শাখার প্রধান উপদেষ্টা মহসিন মৃধা, আশরাফিয়া শাখার সভাপতি জাহাঙ্গীর হাজারি, হামরা শাখার সভাপতি শাহিন মির্জা, ডিক্কনী শাখার উপদেষ্টা কামাল হোসেন, মহিলা সম্পাদিকা ফরিদা আক্তার, বৃষ্টি রানী, সাথী বেগম ও প্রত্যেক শাখা কমিটির নেতৃবৃন্দ সহ স্থানীয় এলাকার প্রবাসী বাংলাদেশীরা।

বক্তারা  বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের অর্জন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৯৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। আমাদের সবাইকে একুশের চেতনায় উজ্জীবিত হয়ে অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনকের সোনার বাংলা গড়তে কাজ করতে হবে।

সভায় লেবানন আওয়ামী লীগের উপদেষ্টা অহিদুল হক চৌধুরী মুর্শেদ এর হাতে সম্মাননা তুলে দেন উপস্থিত আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ।



from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2lu5676

February 28, 2017 at 04:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top