শামসুল আলম রাজন ● মোঃ সালাউদ্দিন বাংলাদেশের ক্রিকেটে বেশ পুরনো একটি নাম। তিনি দীর্ঘদিন ধরেই বিভিন্ন পর্যায়ে কোচ হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলেরও কোচ ছিলেন তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের শিরোপা জয়ী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ ছিলেন সালাউদ্দিন। এর পরের আসর অর্থাৎ গত আসরে তিনি চিটাগং ভাইকিংসের কোচের দায়িত্ব পালন করেন।
তবে বিপিএলের আগামী আসরকে সামনে রেখে আবারও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে কাজ শুরু করেছেন তিনি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সও কোচ হিসেবে সালাউদ্দিনের বিকল্প আর কাউকে ভাবতে পারছে না।
প্রথম আসরে শিরোপা জয়ের পর অনেকেই কুমিল্লার চ্যাম্পিয়ন হওয়ার মূল কুশীলব বলেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। কিন্তু মাশরাফি জানান দলের সাফল্যের নেপথ্যের কারিগর কোচ সালাউদ্দিন।
কোচ সালাউদ্দিন বর্তমানে কুমিল্লায় অবস্থান করছেন। লালমাই টেলেন্ট হান্ট ক্রিকেট একাডেমী আয়োজিত কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্কিল ক্যাম্পে মূল প্রশিক্ষকের দায়িত্ব পালন করতেই তার এ কুমিল্লা যাত্রা। বৃহস্পতিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপার্সন নাফিসা কামাল কুমিল্লায় এসে তিনদিন ব্যাপী এ স্কিল ক্যাম্প উদ্বোধন করেন।
শুক্রবার বিকেলে লালমাই কলেজ মাঠে গিয়ে দেখা গেল ক্যাম্পে খুব ব্যাস্ত সময় কাটাচ্ছেন কোচ সালাউদ্দিন। স্কিল ক্যাম্পে অংশ নেয়া ৮০ নবীন ক্রিকেটার অনেক মনোযোগ দিয়ে তার কাছ থেকে রপ্ত করছে ক্রিকেটের সব কলাকৌশল।
ক্যাম্প শেষে সংক্ষিপ্ত সাক্ষাতে কুমিল্লার আঞ্চলিক ক্রিকেটের সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে কথা হয় তার সাথে। কথা হয় বিপিএলের আগামী আসর নিয়েও। তিনি জানান, কুমিল্লার আঞ্চলিক ক্রিকেটের উন্নয়নের জন্য ভিক্টোরিয়ান্সের সাথে কাজ করতে চান। এছাড়া নিজ জেলা হিসবে তার দায়বদ্ধতার কথা উল্লেখ করতেও ভুলেননি তিনি।
কুমিল্লার আঞ্চলিক ক্রিকেটের সম্ভাবনা ও ভবিষ্যৎ কেমন দেখছেন এমন প্রশ্নের জবাবে কোচ সালাউদ্দিন বলেন, কুমিল্লা একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা তাই এ অঞ্চলের মানুষ অন্যান্য এলাকার চাইতে বেশি সুযোগ সুবিধা পায়। সঠিক দিকনির্দেশনা এবং পরিচর্চা পেলে কুমিল্লার তরুণরা ভালো করবে। একটা জিনিস দেখে ভালো লেগেছে কুমিল্লার সাবেক খেলোয়াড়রা আঞ্চলিক ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করছে।
আপনার মতে কুমিল্লার আঞ্চলিক ক্রিকেটের উন্নয়নে আর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? এমন প্রশ্নে তিনি জানান, কুমিল্লার আঞ্চলিক ক্রিকেটের উন্নয়নের জন্য ধারাবাহিক এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। লালমাই টেলেন্ট হান্ট ক্রিকেট একাডেমী যে আয়োজনগুলো করছে অন্য একাডেমীগুলো যদি লোকাল ক্রিকেটের উন্নয়নে এগিয়ে আসে তবে একসময় কুমিল্লা থেকে জাতীয় মানের ভালো ভালো ক্রিকেটার বেরিয়ে আসবে।
আরেকটা মূল বিষয় প্রশিক্ষণ দেয়ার ধরন সঠিক হচ্ছে কিনা তাও সবাইকে খেয়াল রাখতে হবে। তরুণদের মাঝে ক্রিকেটের সঠিক ধারণা দিতে হবে। সে কেন ক্রিকেটার হবে, ক্রিকেটের ভবিষ্যৎ সম্পর্কে জানাতে হবে।
আগামী আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিয়ে আপনার পরিকল্পনা কি? জবাবে কুমিল্লাকে চ্যাম্পিয়ন করানো কোচ সালাউদ্দিন বলেন, আমি সবসময় সহজ পরিকল্পনায় চলতে পছন্দ করি। গত আসরের ভুলগুলো থেকে বেরিয়ে এসে কি ভাবে ভালো করা যায় সে লক্ষ থাকবে। শুধু বিদেশী ভালো প্লেয়ারদের দিয়ে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব নয় এ বিষয়টি মাথায় রেখে ভালো কয়েকজন লোকাল প্লেয়ারও নিতে হবে আমাদের। সঠিক স্থানে সঠিক প্লেয়ারটিকে সেট করতে পারলে আমরা অবশ্যই ভালো করব।
উল্লেখ্য, কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএলে অংশ গ্রহণ করার পাশাপাশি কুমিল্লার আঞ্চলিক ক্রিকেটের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। তার অংশ হিসেবে তিনদিন ব্যাপী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্কিল ক্যাম্প ২০১৭ আয়োজন করে। স্কিল ক্যাম্প শেষ হবে ০৪ ফেব্রুয়ারি শনিবার।
The post কুমিল্লার আঞ্চলিক ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চাই —কোচ সালাউদ্দিন appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2l4YiMW
February 03, 2017 at 10:01PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.