ঢাকা, ০৩ ফেব্রুয়ারি- দীর্ঘদিন ফর্মহীনতায় ভুগলেও সেটা কাটিয়ে উঠেছেন বাংলাদেশ দলের অন্যতম সদস্য সৌম্য সরকার। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচগুলোতেও রান পেয়েছেন এ ব্যাটসম্যান । সদ্য শেষ হওয়া এ সফরে দলের অন্য সকল সদস্যের ব্যর্থতা ছাপিয়ে উজ্জ্বল ছিলেন অন্যদের তুলনায়। গতকাল দলের সাথে ভারত সফরের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বাঁহাতি এই ব্যাটসম্যান বলেন, ভারত সফরে ভালো খেলাই তার মূল লক্ষ্য, ব্যক্তিগত লক্ষ্যও একই, ব্যক্তিগত লক্ষ্য তো একটাই, ভালো খেলতে হবে। যদি সুযোগ পাই তাহলে অবশ্যই চেষ্টা করবো দলকে কিছু দেওয়ার জন্য। যেহেতু ভারতে এবারই আমাদের প্রথম, তো সবাই খুব রোমাঞ্চিত। চেষ্টা করবো এটাকে স্মরণীয় করে রাখার জন্য। ভারতের মাটিতে প্রথম ম্যাচ মনে রাখার মত কিছু করতে চাই। স্বাগতিক হিসেবে ভারতের উপরই চাপ ভর করে বেশি, এমনটাই ভাবছেন সৌম্য, এখান থেকে অনেক কিছু পাওয়ার আছে, চেষ্টা করবো কিছু যদি পাই। তাহলে আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে। আর আমরাতো বাইরের কিছু পাবো না। আমাদের খেলেই কিছু নিতে হবে। চেষ্টা করবো কিছু যদি আনতে পারি। যেহেতু একটা ম্যাচ, এখানে তাদের চাপই বেশি। যদি আমি সুযোগ পাই তাহলে দল যেন জিতে এমন কিছু করার চেষ্টা করব। আর/১৭:১৪/০৩ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kA5Zxs
February 04, 2017 at 12:41AM
03 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top