বিরোধীতার মধ্যেও রাজ্য বাজেট পেশ

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ শুক্রবার পেশ করা হল তৃণমূল কংগ্রেস সরকারের দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট। এদিন সরকারের হয়ে অর্থমন্ত্রী অমিত মিত্র পেশ করেন বাজেট। এদিকে বিরোধী দল এই বাজেট বয়কট করে বিধানসভার বাইরে বিকল্প প্রস্তাব বাজেট পেশ করেন। এই বাজেটে ছিল-

অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়কদের ভাতা ৫০০ টাকা বাড়ানোর প্রস্তাব।

আশা কর্মী-সহায়কদের ৫০০ টাকা ভাতা বাড়ানোর প্রস্তাব।

কৃষকদের জন্য ১০০ কোটি টাকার বিশেষ তহবিল।

ভ্যাটমুক্ত করার প্রস্তাব পরিবেসবান্ধব সামগ্রীর।

ক্ষুদ্র ব্যবসায় সহায়তার জন্য ৫০ কোটির তহবিল।

ভ্যাটের প্রাথমিক স্তর ১০ লক্ষ থেকে বাড়িয়ে ২০ লক্ষ করা হয়েছে।

শিক্ষা সেস, গ্রামীণ কর্মস্থান সেস মুকুবের প্রস্তাব।

এক বছরের মধ্যে রেজিস্ট্রেশনের ওপর ২০ শতাংশ ছাড়।

স্ট্যাম্প ডিউটি ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করার প্রস্তাব।

নোটবাতিলে কর্মহীন ৫০,০০০ কারিগরকে দেওয়া হবে ৫০,০০০ টাকা।

অফিসে নথিপত্র দাখিলের ব্যবস্থা তুলে দেওয়া দেওয়ার প্রস্তাব।

রেজিস্ট্রেশন ফির ওপর ২০ শতাংশ পর্যন্ত ছাড়।

ভ্যাটমুক্ত পরিবেশবান্ধব সোলার ওয়াটার, বায়ো ডিজেল, শালপাতার থালা, পোড়া মাটির টালি, টেরাকোটার জিনিসপত্র, কেরোসিন স্টোভ, হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপ।

শিক্ষা সেস, গ্রামীণ কর্মসংস্থান সেস মকুবের প্রস্তাব।

 



from Uttarbanga Sambad http://ift.tt/2kPJLFQ

February 10, 2017 at 06:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top