উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, দার্জিলিংঃ ফের বাড়ানো হল দার্জিলিংয়ে টয়ট্রেনের ভাড়া। ২০১৫ সালে অনেকটাই বাড়ানো হয়েছিল টয়ট্রেনের ভাড়া। কিন্তু আরও একবার নতুন করে ২০১৭ সালের শুরুতেই বাড়ানো হল ভাড়া। পর্যটনের মূল আকর্ষণ টয়ট্রেনের বাড়া বাড়ায় যাত্রী কমার আশঙ্কায় ক্ষোভ রাজ্যের পর্যটন মহলের।
সম্প্রতি রেল বাজেটে যাত্রী ভাড়া বাড়ানো না হলেও রেল বাজেটের ঠিক পরেই টয় ট্রেনের ভাড়া বেশ কিছুটা বাড়িয়ে দেওয়া হল।
দার্জিলিং ও ঘুমের মধ্যে চলাচলকারী স্টিম ইঞ্জিনের টয়ট্রেনের যাত্রীপিছু বর্তমান ভাড়া ১১০০ টাকা বেড়ে হল ১৩০০ টাকা। ডিজ়েল ইঞ্জিনের ভাড়া ৬৩০ টাকা থেকে বেড়ে হল ৮০০ টাকা। দার্জিলিং ও কার্শিয়াঙের মধ্যে চলাচলকারী টয়ট্রেনের ভাড়া ২১০ টাকা থেকে বেড়ে হল ৬৮০ টাকা। শিলিগুড়ি থেকে রংটং জঙ্গল সাফারির ভাড়া ৬০০ টাকা থেকে বেড়ে হল ৮০০ টাকা। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিংয়ের নতুন ভাড়া ১২৮৫ টাকা।
from Uttarbanga Sambad http://ift.tt/2klffmj
February 08, 2017 at 02:39PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন