নয়া দিল্লী, ১৪ ফেব্রুয়ারি- ক্রিকেটীয় শিষ্টাচারের বাইরে অতিথি সৎকার বলে একটা বিষয় আছে। অতিথিদের সম্মানের সঙ্গে বরণ করে নেওয়াই হোস্টদের কর্তব্য। কিন্তু ভারতে গিয়ে বিদেশি দলগুলো বারবার বিব্রতকর পরিস্থিতির শিকার হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হলো অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গতকাল সোমবার রাতেই ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছে স্মিথ বাহিনী। সেখানেই ঘটল এই ঘটনা! বিমানবন্দরেই একটা অদ্ভূত ঘটনার সাক্ষী হতে হলো টিম অস্ট্রেলিয়াকে। নিজেদের মালপত্র নিজে হাতেই ট্রাকে তুলতে হলো তাদের! অজি দলের ওপেনিং ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার নিজে দায়িত্ব নিয়ে ভারি লাগেজগুলো টেম্পোতে তুলেছেন। সাধারণত এরকম ঘটনা দেখা যায় না। বিমানবন্দর থেকে কার্গো করেই ক্রিকেটারদের মালপত্র সোজা হোটেলে পৌঁছে যায়। কিন্তু অজিদের ক্ষেত্রে এমনটা হয়নি। খোদ ভারতীয় গণমাধ্যম এই ঘটনার সমালোচনায় সরব হয়েছে। লোধা কমিটির সুপারিশে সুপ্রিম কোর্ট ভারতীয় ক্রিকেট বোর্ডে এনেছে বড় ধরনের রদবদল। সাবেকদের ছেঁটে ফেলে প্রশাসকদের আসনে বসেছে ৪ নতুন মুখ। এর ফলে বিসিসিআইয়ের আভন্তরীণ কর্মকাণ্ড বিঘ্নিত হচ্ছে। এমনকী চেকে সাক্ষর করার জন্যও নাকি লোক পাওয়া যাচ্ছে না! লজিস্টিক ইস্যুতে সমস্যা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এর আগে ইংল্যান্ড ক্রিকেট দলে ভারতে গিয়ে বিপত্তির মুখে পড়ে। প্রথা ভেঙে ইংল্যান্ড দলের খরচ বহন করতে অস্বীকৃতি জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। ইংলিশ দলকে তারা অনুরোধ করে, নিজেদের খরচ নিজেদেরকেই বহন করার জন্য। আর/১৭:১৪/১৪ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lbwYzY
February 15, 2017 at 12:01AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top