আইএস উগ্রবাদীদের বড়সড় সাফল্য পেল ইরাকি সেনাবাহিনী। বৃহস্পতিবার সকালে ইরাকি সেনা পশ্চিম মসুলের বিমানবন্দর পুনর্দখল করেছে। টানা চার ঘণ্টা ধরে এই অভিযান চলে। সেনাবাহিনী বিমানবন্দরটি দখল নেয়ার পরও সংঘর্ষ থামেনি। শহরের ভেতর থেকে মর্টার হামলা চালায় আইএস সদস্যরা। তারা আল–ঘাজলানি সামরিক ঘাঁটির পার্শ্ববর্তী এলাকাতেও হামলা চালিয়েছে। সেখানে জঙ্গিদের সাথে সামরিক বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। ইরাকি সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, আইএস সদস্যরা বিমানবন্দরের কাছে একটি সামরিক ঘাঁটিতে ঢুকে পড়েছে। তারা ইতিমধ্যেই বিমানবন্দরের রানওয়ে ধ্বংস করে রেখেছে। এই বিমানবন্দরের দখল হাতে আসাটা ইরাকি বাহিনীকে মসুলের দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন রুটের নিয়ন্ত্রণ নিতে সাহায্য করবে। গত মাসে ইরাকি বাহিনী মসুলের পূর্বাঞ্চল পুনরায় দখল করে নেয়।
from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2mbmMZm
February 23, 2017 at 08:15PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.