জামায়াতের খালেক মণ্ডলসহ ৪ জনের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত

hjhমানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সাবেক এমপি সাতক্ষীরার মোহাম্মদ আব্দুল খালেক মণ্ডলসহ (৭২) চারজনের বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

আজ বুধবার ধানমন্ডিস্থ তদন্ত সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান। এ মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক খানও উপস্থিত ছিলেন।

আব্দুল খালেক মণ্ডল ছাড়া অন্য তিন আসামি হলেন- সাতক্ষীরা সদর থানার বাসিন্দা এম আব্দুল্লাহ-আল-বাকী (১০২), খান রোকনুজ্জামান (৬৪), জহিরুল ইসলাম ওরফে টেক্কা খান। আব্দুল খালেক মণ্ডল গ্রেফতার হয়ে কারাগারে আছেন। বাকী তিনজন পলাতক।

আসামিদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, আটক, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ আনা হয়েছে।

তদন্ত সংস্থা জানায়, ২০১৫ সালের ৭ আগস্ট এ মামলার তদন্ত শুরু হয়। গত ৫ ফেব্রুয়ারি তদন্ত শেষ হয়। এ মামলায় সাক্ষী করা হয়েছে ৬০ জনকে। এর মধ্যে মানীত সাক্ষী ৩৩ জন এবং জব্দ তালিকার সাক্ষী আটজন। ৫২ পৃষ্ঠা প্রতিটিতে ছয়খণ্ডে এ তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2k2fP7n

February 08, 2017 at 05:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top