মুম্বাই, ০৭ ফেব্রুয়ারি- এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এখনও শুরু হয়নি। তার আগেই বড় ধাক্কা খেয়েছে শাহরুখ খানের দল কলকাতা নাইটরাইডার্স। আন্দ্রে রাসেলকে এ বার পাবে না কেকেআর। সব দিক থেকে বিচার করলে নাইটরাইডার্সই সবার থেকে এগিয়ে। কেন? জেনে নিন। ভাগ্যদেবী সহায় শাহরুখ খানের। শুধু সিনেমা নয়, ক্রিকেটের ময়দানেও বলিউড বাদশাহ কিংগ খান সবার থেকে এগিয়ে। তার প্রমাণ পাওয়া গিয়েছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। শাহরুখের দল কলকাতা নাইটরাইডার্স দু বার চ্যাম্পিয়ন হয়েছে আইপিএলে। ন বারের সংস্করণে আর একবারও ফাইনালের পাসপোর্ট জোগাড় করতে পারেনি। তবুও কেকেআর কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংগসকে টাকা রোজগারের দিক থেকে বহু পিছনে ফেলে দিয়েছে। ২০১৪-১৫ মরসুমে বিশ্বকে চমকে দিয়ে সর্বোচ্চ ১৬৮.৭১ কোটি টাকা রোজগার করে নতুন রেকর্ড স্পর্শ করেছে কলকাতার দল। ওই বছর নাইট রাইডার্সের ১৪.১৫ কোটি টাকা লাভ হয়েছিল। ঠিক তার আগের বছর ১২৮.৮১ কোটি টাকা রোজগার করায় লাভের অঙ্ক ছিল ৯.১৯ কোটি টাকা। ২০১৩-১৪ মরসুমের তুলনায় ২০১৪-১৫ মরসুমে নাইটরা ৩০ শতাংশ বেশি ব্যবসা করেছে। ২০১৪-তেও শাহরুখের দল ৫৪ শতাংশ লাভ করেছিল। মোট নটি সংস্করণে কলকাতা নাইটরাইডার্স ছাড়া রাজস্থান রয়্যালস, ডেকান চার্জার্স, চেন্নাই সুপার কিংগস, মুম্বই ইন্ডিয়ান্স এবং সাইরাইজার্স হায়দরাবাদ আইপিএল চ্যাম্পিয়ন হলেও, প্রতিযোগিতা থেকে অর্থ উপার্জনের ব্যাপারে কেকেআর ধারাবাহিকভাবে এগিয়ে থেকেছে। প্রশ্ন অন্য জাগয়ায়। মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাইয়ের মতো নামকরা একাধিক ফ্র্যাঞ্চাইজি থাকলেও কলকাতা সবাইকে টেক্কা দিতে পারল কেন? বিশেষজ্ঞদের যুক্তি, ব্র্যান্ড শাহরুখের জন্যই কলকাতার এত রমরমা। টিম কলকাতার ইউএসপি-ই হলেন শাহরুখ। বিশ্বের নামজাদা একাধিক বাণিজ্যিক সংস্থা চাইছে, তাদের সংস্থার লোগো শাহরুখ এবং তার দলের সঙ্গে জড়িয়ে থাকুক। এমনকী ওই লোগো লাগিয়ে কেকেআর ক্রিকেটাররা মাঠে নেমে খেলুক। শাহরুখের পাশাপাশি গৌতম গম্ভীরের অসাধারণ পারফরম্যান্সও নামী দামি সংস্থাগুলিকে শাহরুখের খুব কাছে এনে দিয়েছে। এর জন্যই বাকি দলগুলোর থেকে কলকাতা নাইটরাইডার্স এগিয়ে। এফ/০৭:১৫/০৬ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ldxjT8
February 07, 2017 at 01:17PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন