বর্ষসেরা ক্রীড়াবিদ বোল্ট

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, মোনাকোঃ পর পর চারবার। বর্ষসেরা ক্রীড়াবিদ হওয়ার ক্ষেত্রে নজিরই স্পর্শ করে ফেললেন জামাইকান বিদ্যুৎ উসেইন বোল্ট। তাঁর আগে চারবার লরিয়াস অ্যাওয়ার্ড জিতেছেন টেনিস কিংবদন্তি রজার ফেডেরার এবং সেরেনা উইলিয়ামস সহ সারফার কেলি স্লটার। বোল্ট প্রথমবার বর্ষসেরা ক্রীড়াবিদ হন ২০০৯ সালে। তারপর ২০১০ এবং ২০১৩ সালেও সম্মানটি ছিনিয়ে নেন তিনি। এবার ক্রিশ্চিয়ান রোনাল্ডো এবং লিব্রন জেমসের মতো তারকাকে পিছনে ফেলে বর্ষসেরা হয়েছেন। বোল্টের হাতে পুরস্কার তুলে দেন কিংবদন্তি মাইকেল জনসন। তারপর করেন একটি অনুরোধ। বলেন, কারো রেকর্ড ভাঙাটা কিন্তু ঠিক কাজ নয়। এসব আর না করাই ভালো। পরিহাস বুঝে বোল্ট সবিনয়ে বলেন, ‘তোমার রেকর্ডটা ভাঙার জন্য দুঃখিত।’ মহিলাদের বিভাগে বর্ষসেরার সম্মান গেছে জিমনাস্ট সিমোনে বাইলসের দখলে।



from Uttarbanga Sambad http://ift.tt/2kqO6lQ

February 16, 2017 at 01:32AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top