অস্কারেও সমালোচিত ডোনাল্ড ট্রাম্প

hহলিউডের জমকালো আসর অস্কারেও সমালোচিত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপ-এর পক্ষে অবস্থান নিয়ে ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন উপস্থাপক জিমি কিমেল।

প্রতিবন্ধী মার্কিন সাংবাদিক সার্জ কোভালেস্কির শারীরিক অক্ষমতা নিয়ে গত বছর এক নির্বাচনী জনসভাতে কুরুচিকর অঙ্গভঙ্গি করেন ট্রাম্প।

অস্কার মঞ্চে মেরিল তার সমালোচনা করে বলেন, ‘সে সময় এমন একজন ব্যক্তি ওই প্রতিবন্ধী সাংবাদিককে ব্যঙ্গ করেছিলেন যিনি আমাদের দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসনে বসার অপেক্ষায় ছিলেন’।

মেরিলের মতে, ‘অসম্মান আরেক অসম্মানকে ডেকে আনে। হিংসার বদলে আসে হিংসা’। আর যখন কোনও ক্ষমতাবান ব্যক্তি অন্যদের হেয় করেন, তখন আমাদের সকলেরই হার হয়।

গোল্ডেন গ্লোব আসরে ট্রাম্প-এর সমালোচনা করায় টুইটার বার্তায় তাকে হলিউডের ‘অতিমূল্যায়িত’ ও ‘অনুপ্রেরণাহীন’ অভিনেত্রী বলে অবহিত করেছিলেন ট্রাম্প। এবারে ট্রাম্প-এর এ বক্তব্যের উচিত জবাব দিলেন উপস্থাপক জিমি কিমেল!

শুধু তাই নয়, নিজের বক্তব্যের শেষে কথিত ‘অতিমূল্যায়িত’ স্ট্রিপ-এর উদ্দেশ্যে সবাইকে দাঁড়িয়ে অভ্যর্থনা জানানোর অনুরোধ করেন তিনি। উপস্থিত অতিথিরা তাতে সানন্দে সাড়া দেয়। করতালিতে ফেটে পড়ে লস এঞ্জেলসের ডলবি থিয়েটার।

উল্লেখ্য নিউ ইয়র্কের ন্যাশনাল এলজিবিটি গ্রুপের হিউম্যান রাইটস ক্যাম্পেইন এর একটি অনুষ্ঠানে সম্প্রতি মেরিল স্ট্রিপ বলেছেন, জানুয়ারিতে গোল্ডেন গ্লোবের আসরে বক্তব্য দেয়ার পর থেকে তিনি ট্রাম্পের নিশানায় পরিণত হয়েছেন।

মেরিল সে সময় বলেন, ‘যারা চরমপন্থী তাদের কর্মকাণ্ড নিয়ে আমাদের বিস্মিত হওয়া উচিত হবে না। আমরা যা ভেবেছিলাম, তার তুলনায় অনেক বেশি পরিবর্তন দেখতে পাচ্ছি। এমন নিরাপত্তাহীনতায় জীবন যাপন করতে হয়, একসময় সর্বনাশের সময় শুরু হতে পারে। প্রতিহিংসামূলক সময়ও চলে আসতে পারে।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2lNYwcT

February 27, 2017 at 09:09PM
27 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top