দ্রাগো মামিচ গত মৌসুমে মাত্র ১২ দিন আবাহনীতে কাজ করে স্ত্রীর অসুস্থতার কারণে ফিরে দেশে গিয়েছিলেন। ৬২ বছর বয়সী এ পুরনো কোচকেই আবার ফিরিয়ে আনলো আবাহনী।
আজ মঙ্গলবার সকাল ৯ টায় ঢাকায় পৌঁছান আবাহনীর নতুন এই ফুটবল কোচ। তবে ফিসা জটিলতায় বিমানবন্দর থেকে বের হতে প্রায় তিন ঘন্টা লেগে যায়।
এ মাসের ১৮ তারিখ চট্টগ্রামে শুরু হওয়া শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব দিয়েই শুরু হবে মামিচের যাত্রা। এরপর মার্চ থেকে এএফসি কাপ। এ যাত্রায় মামিচ কতো দিন আবাহনীতে থাকবেন তা এখনো ঠিক হয়নি। তবে আবাহনী চাইছে আগামী মৌসুমের জন্যই তাকে রেখে দিতে। তিনি আসার পর এসব চূড়ান্ত হবে বলে জানিয়েছেন আবাহনীর ম্যানেজার।
দ্রাগো মামিচ সর্বশেষ কাজ করেছেন মালয়েশিয়ার সাইম ডার্বি এফসিতে। তিনি ২০১৫ সালে মালদ্বীপ জাতীয় দলেরও কোচ ছিলেন। মিয়ানমারের কোচ ছিলেন ২০১০ সালে।
ফেডারেশন কাপ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ জেতানো কোচ অস্ট্রিয়ান জর্জ কোটান চলে যাওয়ার পর থেকে একজন বিদেশি কোচ খুঁজছিল আবাহনী। শেষ পর্যন্ত তারা পুরনো দ্রাগো মামিচকেই বেছে নিয়েছে।
from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2kCj7jr
February 07, 2017 at 02:45PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন