মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, রুপকল্প-৪১ বাস্তবায়নের জন্য আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার গ্রামাঞ্চলের ঘরে ঘরে বিদ্যুৎ সেবা পৌঁছিয়ে দিচ্ছেন। প্রধানমন্ত্রী-জননেত্রী শেখ হাসিনা’র দক্ষ নেতৃত্ব ছাড়া আর কোর সরকার প্রধান কর্তৃক বিদ্যুৎখ্যাতের এমন ব্যাপক উন্নয়ন সম্ভব নয়, হয়নিও। বিনামূল্যে জনগণকে চিকিৎসা সেবা প্রদানের কমিউনিটি ক্লিনিক চালু করেছে সরকার। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেওয়ার প্রথা চালু হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলে।
বিনামূল্যে কৃষকদেরকে বীজ-সার প্রদান ও নদী-খাল পুনঃখননের মাধ্যমে কৃষিখ্যাতে ব্যাপক সাফল্য বয়ে আনতে সক্ষত হয়েছে শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকারের সরকার। তথ্য-প্রযুক্তিতে বাংলাদেশ এখন বিশ্বের অনেক দেশের কাছে মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। একের পর এক ব্রীজ-কালভার্ট নির্মাণ এবং সড়ক প্রসস্থ ও পাকাকরণের মাধ্যমে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কের দিকে এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার।
তিনি সিলেটের বিশ্বনাথে উপজেলার ৪টি গ্রামে প্রায় ৩৭ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে নির্মিত ৩.১০৯ কিলোমিটার এলাকায় বিদ্যুতায়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানের পৃথক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। এরমধ্যে বিশ্বনাথ সদর ইউনিয়নে প্রায় ২১ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে ১.৮০৯ কিলোমিটার বিদ্যুতায়নের মাধ্যমে ‘আতাপুর-রহিমপুর-ভাটশালা গ্রামের’ ৯৬ জন গ্রাহককে ও দশঘর ইউনিয়নে প্রায় ১৫ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে ১.৩ কিলোমিটার বিদ্যুতায়নের মাধ্যমে ‘বরুণী গ্রামের) ৫৮ জন গ্রাহককে বিদ্যুৎ সেবা প্রদান করা হয়েছে।
বিশ্বনাথ সদর ইউপির ৮নং ওয়ার্ডের মেম্বার শাহনেওয়াজ চৌধুরী সেলিম’র সভাপতিত্বে ও বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী’র সঞ্চালনায় এবং প্রবাসী সোনাফর আলীর সভাপতিত্বে ও দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া’র সঞ্চালনায় পৃথক সভা দুটি অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন আবু-বক্কর ও নোমান আহমদ এবং স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক আবদুল হান্নান ও উপজেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম মঞ্জু।
অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম প্রকৌশলী কমলেশ চন্দ্র বর্মণ, উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রান ও দুর্যোগ সম্পাদক ফজলু মিয়া, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র সহ সভাপতি ইমরান আহমদ বাবুল, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, ত্রান ও দুর্যোগ সম্পাদক মাসুক মিয়া, বিশ্বনাথ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, বিশ্বনাথ সদর ইউপির ৭নং ওয়ার্ডের মেম্বার জহুর আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ সম্পাদক তজম্মুল আলী রাজু, যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুল, নন্দ লাল বৈদ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সমছু মিয়া, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সাবেক শিক্ষা সম্পাদক জয়ন্ত আচার্য্য, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফি শামছুল ইসলাম, দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মোমিন, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হরুপ খান, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম মেম্বার, নুনু মিয়া, মুক্তার আলী, আবদুর রউফ, সিতাব আলী, চুনু মিয়া, আবদুর রাজ্জাক, আনা মিয়া, আবদুর রহমান, সামছুল ইসলাম, লাল মিয়া, এষলাছুর রহমান, আবদুল হাই, লয়লু মিয়া, তৈমুছ আলী, মোজাম্মেল হোসেন, জুয়েল আহমদ, মামহমদ আলী, নাজমুল ইসলাম চৌধুরী অপু, আবদুল মতিন, মকদ্দছ আলী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, শ্রমিক লীগ নেতা দুলাল মিয়া, ফিরুজ আলী, আখদ্দছ আলী, আমতর আলী, মহানগর যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, উপজেলা যুবলীগ নেতা তাজুল ইসলাম, শাহ ফারুক, জিয়াউর রহমান জিয়া, আবদুল করিম, দবির আহমদ, রাসেল আহমদ, ছালিক মিয়া, ইউসুফ ইসলাম, সাইদুল ইসলাম, আলমগীর হোসেন, সেচ্ছাসেবক লীগ নেতা সিজিল মিয়া, মুহিত চৌধুরী, আবদুল আলী, দিলাল আহমদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয়, যুগ্ম আহবায়ক আবদুল মালিক সুমন, ছাত্রলীগ নেতা সেলিম মিয়া, মাছুম আহম, জুবায়ের আহমদ জয়, রেদুয়ানুল করিম মাছুম, আবদুল হামিদ, সাইদুল ইসলাম, আরিফুল ইসলাম, মিয়াদ আহমদ, সুজেল মিয়া প্রমুখ।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2jZ3YrD
February 02, 2017 at 06:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন