উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ ১ ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়েছে শিমুলবাড়ি চা বাগান। বাগান বন্ধের কারণ হিসাবে জমি দখলের কথা উল্লেখ করেছিল মালিক পক্ষ। শ্রমিকদের অভিযোগ, বাগান ঘেরা মালিভিটা এলাকায় বসবাসকারী আদিবাসীরা কয়েক পুরুষ ধরে ওই এলাকায় চাষাবাদ ও বসবাস করছে। তাদের উচ্ছেদ করতেই পরিকল্পনা মালিকপক্ষের। তাই ওই জমিতে নিজেদের অধিকার চেয়ে ২ ফেব্রুয়ারি থেকে রিলে অনশনে বসে আদিবাসীরা। আদিবাসী খেতি ভূমি সুধার কমিটি তৈরি করে অনশন শুরু করেছে তারা। বৃহস্পতিবার রিলে অনশন ৮ দিনে পড়ল। এদিন ৭ জন মহিলা সহ ১০ জন অনশনে বসেছে।
from Uttarbanga Sambad http://ift.tt/2kLf3h7
February 09, 2017 at 05:26PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন