টরন্টো, ২৫ ফেব্রুয়ারি- উদীচী শিল্পী গোষ্ঠী অব ক্যানাডা অমর একুশে-আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৪৩৩ বার্চমাউন্ট রোডস্থ দূর্গা বাড়িতে গত ২০ ফেব্রুয়ারি সোমবার ৬ থেকে ৯ এবং ১০ থেকে ১৫ বছরের শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান যা ২১ ফেব্রুয়ারি ১২:০১ মিনিটে পুষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে শেষ হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয় বিকেল ৪ টা ৩০ মিনিটে,যা ৬ টা পর্যন্ত চলে। বিচারক মন্ডলীর মধ্যে ছিলেন-নূরুন নাহার সুপ্তি,সাইদা রেশমা আকতার এবং ফেরদৌসী ইসলাম পপি। সর্বমোট ৫৬ জন প্রতিযোগীর মধ্যে ক শাখায় প্রথম হন দেবস্মিতা দাস ;দ্বিতীয় স্থান অধিকার করেন মোহাম্মদ মুনতাহার উল হক এবং তৃতীয় স্থান অধিকার করেন নুহা মোমেন। খ শাখায় প্রথম স্থান অধিকার করেন-অভিনন্দন কুন্ড; দ্বিতীয় হন-কাশফিয়া চৌধুরী এবং তৃতীয় স্থান অধিকার করেন অক্ষরা দেবনাথ। বিজয়ীদের পুরস্কার স্পনসর করেন রিয়ালটর তপন সাইয়েদ। বিজয়ীদের সাথে অংশগ্রহণকারী সকলকেই প্রশংসাপত্র দেয়া হয়। সংগঠনের সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেবাশীষ সাহার সঞ্চালনায় প্রধান অতিথি কলামিস্ট,অধ্যাপক/সিনেট স্পিকার ডঃ মোজাম্মেল খান,সংগীতজ্ঞ আলী আসগর খোকন এবং লেখক/সংস্কৃতি কর্মী সুব্রত কুমার একুশের চেতনায় ফিরে গিয়ে মাতৃ ভাষাকে সাম্প্রদায়িকতা ও রাজনীতির বেড়াজাল থেকে বেরিয়ে আসার অভিমত ব্যক্ত করেন। আলোচনা সভার পরই জ্যাকুলিন রোজারিওর সঞ্চালনায় উদীচী শিল্পী গোষ্ঠী অব কানাডা পরিবেশন করে একুশের গান।এতে অংশ গ্রহণ করেন-গৌরী দাস,আইরিন আলম,ইন্দিরা রায়,জয়া সেনাপতি,রুমানা তাসনিম কলি,ইভা নাগ,দীনা সাইয়েদ,হারুনুর রশীদ শ্যামল,সামসুল আলম,,সুমন সাইয়েদ ও মামুনুর রশীদ।তবলায় ছিলেন দেবাশীষ সাহা। এরপর শুরু হয় নুতন প্রজন্মের পরিবেশনা। সংগীতে অংশগ্রহণ করেন-তানিশা ভৌমিক,তনুশ্রী ভট্ট্যাচার্য্য,তিথি ভট্ট্যাচার্য্য,শোভন ঘোষ,সীমা রক্ষীত,ইন্দ্রা বিদুষী বিদ্যা কর,এবং ধিষণা শ্রেষ্ঠা বাসুরী কর। তবলা সঙ্গত করেন সুবর্ণ চৌধুরী-যা হলভর্তি দর্শক শ্রোতাদের মুগ্ধ করে। সবনাম সায়মা তনিমা সংকলিত ও সাইদা রেশমা আকতার নির্দেশিত একুশের একাংকিকায় অংশ গ্রহণ করেন সারাফ অথৈ,নিস্বর্গ সাইয়েদ,রেইস রানা রুচি,তাইসির রেজা ও মাহাদীন। ৬ থেকে ১৩ বছর বয়সী এই প্রজন্মের শিশুদের অনবদ্য অভিনয়ে সবাই উচ্ছসিত প্রশংসা করেন। নৃত্য পরিবেশন করেন স্বাক্ষরা দেবনাথ,অক্ষরা দেবনাথ,আনিকা,ইন্দ্রা বিদুষী বিদ্যা কর ও ধিষণা শ্রেষ্ঠা বাসুরী কর। অমর একুশে-আন্তর্জাতিক মাতৃভাষার উপর আলোচনা করেন এই প্রজন্মের অনিন্দ দাস। সংগীতজ্ঞ আলী আসগর খোকন কর্তৃক পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান মালা। আর/১২:১৪/২৫ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lCwbrh
February 25, 2017 at 07:41AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন