প্রথম পর্যায়ে রেকর্ড ভোট পাঞ্জাব ও গোয়াতে

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ শনিবার থেকে শুরু হল পাঁচ রাজ্যের নির্বাচন। প্রথম পর্যায়েই গোয়া এবং পাঞ্জাবে সকাল থেকে রেকর্ড হারে ভোট পড়ে। পাঞ্জাবে ৭৫ শতাংশ এবং গোয়াতে পড়ে ৮৩ শতাংশ ভোট। দুই রাজ্যেই ভোট চলে শান্তিপূর্ণ ভাবে। ১১ মার্চ ভোটের ফল ঘোষণা।

বিগত দু বছর ধরে শিরেমণি আকালি দলের সঙ্গে বিজেপি জোট বেঁধে পাঞ্জাব এবং গোয়াতে তার ক্ষমতা বজায় রেখেছে। এদিকে এবার প্রথমবার দিল্লির বাইরে লড়ছে কেজরিওয়ালের আপ। এবারের ভোট নিয়ে আশাবাদী আপ-ও।

নোট বাতিল সাধারণ মানুষের ওপর কি প্রভাব ফেলেছে তার ফলাফল দেখা যেতে পারে এই নির্বাচনে। নিজের জায়গা ধরে রাখতে এই নির্বাচন কঠিন পরীক্ষা বিজেপির কাছে। এরপরেই উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড এবং মণিপুরের ভোট অনুষ্ঠিত হবে। এরমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশের ভোট। সপা কে হারিয়ে উত্তরপ্রদেশের গদি দখল করা বড় চ্যালেঞ্জ বিজেপির কাছে।



from Uttarbanga Sambad http://ift.tt/2l8QZDU

February 04, 2017 at 10:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top