নয়াদিল্লী, ২৬ ফেব্রুয়ারী- হরভজন সিংয়ের প্রশংসা করতেই হচ্ছে। অন্য কেউ হলে হয়তো এখন কোনো গর্ত খুঁজে নিত লুকানোর জন্য। ৩-০ তে জিতবে, না হলে ৪-০তেসিরিজের আগে এমন ভবিষ্যদ্বাণী করার পর সেটা করাই মানায়। কিন্তু পুনে টেস্টে ভারতের ভরাডুবির পরও হার মানতে রাজি নন। ম্যাচের নায়ক স্টিভ ওকিফকে খোঁচা দিয়ে বলেছেন, পারলে ভালো উইকেটে বোলিং করে দেখাক! পুনের উইকেট নিয়ে প্রথম দিনে রবি শাস্ত্রীর বলা কথাটা মনে আছে? গত তিন দশক ধরে ভারতীয় ক্রিকেটের অংশ হয়ে যাওয়া শাস্ত্রী বলেছিলেন, জীবনে ঘূর্ণি উইকেট দেখেছেন অনেক, তবে এমন নয়। আর শেন ওয়ার্ন তো বলেই দিয়েছেন, এটা অষ্টম দিনের উইকেট। কোনো বল করার আগেই যে উইকেট নিয়ে এমন মন্তব্য করা হচ্ছে, সেটা কতটা স্পিন-স্বর্গ ছিল, এতেই বোঝা যায়। আর সে উইকেটের পূর্ণ ফায়দা তুলেছেন ওকিফ-নাথান লায়ন। ভারতের ১৭ উইকেটই গেছে এ দুই স্পিনারের ভাগে। তবে ধ্বংসযজ্ঞের নেতৃত্ব দিয়েছেন ওকিফ। মাত্র ৭০ রানে ১২ উইকেট নিয়ে মুগ্ধ করেছেন সবাইকে। হরভজন অবশ্য সে দলে নেই, ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, আগে ওকে একটা ভালো টেস্ট উইকেটে বল করতে দেখি, এই পিচে না। এর আগ পর্যন্ত কোনো মন্তব্য করব না। কারণটা জানিয়েছেন ভাজ্জি, এখানে তো বলে ফ্লাইটও দেওয়া লাগে না। একটু জোরে করলেই হয়! সত্য কথা হলো, এটা কোনো পিচই না। হরভজনের এমন কথার পেছনেও অনেকে অন্য ইঙ্গিত খুঁজে নিচ্ছেন। ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ব্যঙ্গ আর খোঁচায় টিকতে পারছেন না এই অফ স্পিনার! তবে হরভজন সেসব ভুলে ক্রিকেট বোর্ডকে একটা পরামর্শ দিয়েছেন, টেস্ট ক্রিকেট পাঁচ দিন ধরে হওয়া উচিত। এমন পিচে খেলা উচিত নয়, যেখানে কেউ বল করলেই উইকেট পায়।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lSZM03
February 26, 2017 at 06:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top