ঢাকা, ২২ ফেব্রুয়ারি- পর্দায় অনেকবারই চুম্বন দৃশ্যে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। কিন্তু বাস্তবে তিনি প্রথম কবে প্রথম চুমু খেয়েছিলেন তা ভক্তদের অজানা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অজানা এ তথ্যটি জানিয়েছেন তিনি নিজেই। জানান, মাত্র ১৪ বছর বয়সে প্রথমবার তার প্রথম বয়ফ্রেন্ডকে চুমু খেয়েছিলেন জ্যাকলিন। ছোটবেলার অনেক তথ্যই এ সাক্ষাৎকারে প্রকাশ করেছেন তিনি। ছোটবেলায় কয়েকজনকে চুমু খেয়েছিলেন তিনি, এ জন্য অনুশোচনাও করেন জ্যাকলিন। তিনি বলেন, ওই সময় অনেক সরল ছিলাম, তাই সবাই সুযোগ নিয়েছে। ছোট বেলায় তাকে রেডিও বাহরাইন বলে ডাকা হতো। তার কারণ হিসেবে তিনি জানান, তার স্কুল জীবন কেটেছে বাহরাইনে। স্কুলে অনেক কথা বলতেন তাই তাকে রেডিও বাহরাইন বলে ডাকা হতো। জানা গেছে, বর্তমানে রাজ নিদিমোরু ও কৃষ্ণা ডিকে পরিচালিত রিলোড ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন জ্যাকলিন। এতে তার বিপরীতে রযেছেন সিদ্ধার্থ মালহোত্রা। এফ/১৬:৪৫/২২ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lulq91
February 22, 2017 at 10:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top