অভিবাসীদের ঠেকাতে ‘নতুন আদেশ জারি’র কথা ভাবছেন ট্রাম্প?

tযুক্তরাষ্ট্রের গণমাধ্যম বলছে যে, মুসলিম সাতটি দেশের নাগরিকদের প্রবেশে ডোনাল্ড ট্রাম্পের দেয়া নিষেধাজ্ঞা পুনর্বহাল করার আবেদন নিয়ে মি. ট্রাম্প হয়তো আর সুপ্রিম কোর্টে না-ও যেতে পারেন।

ফ্লোরিডাতে যাবার পথে তিনি সাংবাদিকদের আভাস দিয়েছেন যে, সুপ্রিম কোর্টে যাবার বদলে তিনি বরং অভিবাসীদের জন্য নতুন করে আরেকটি ‘নির্বাহী আদেশ জারি’ করবেন।

ফ্লোরিডাতে যাবার সময় সাংবাদিকদের সাথে আলাপকালে মুসলিম অভিবাসীদের ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়টিকে ইঙ্গিত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমরা এই লড়াইয়ে জিতবো। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে, সময়টা একটু বেশি লাগছে।

তিনি আরো বলেছেন, ‘একেবারে নতুন করে আরেকটা আদেশ জারি করা থেকে শুরু করে আমাদের সামনে আরো অনেক পথই খোলা আছে।’

নতুন আদেশ সম্পর্কে কিছু স্পষ্ট করে না বললেও মি: ট্রাম্প এক ধরনের আভাস দিয়ে বলেছেন ‘এটা খুব সামান্যই পরিবর্তিত হবে’।

ইরান, ইরাক, সিরিয়াসহ মুসলিম সাতটি দেশের নাগরিকদের সাময়িকভাবে ভিসা দেওয়া বন্ধ রেখে সেসব দেশের নাগরিক ও অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছিলেন মি: ট্রাম্প।

পরে সিয়াটেল-এর আদালতের আদেশে স্থগিত হয়ে যায় মি. ট্রাম্পের এই নিষেধাজ্ঞা।

আর আদালতের রুলিংয়ের বিরুদ্ধে হোয়াইট হাউজের আপিল আবেদনও বৃহস্পতিবার খারিজ হয়ে যায়।

এই বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তির জন্য মি: ট্রাম্পের সামনে সুপ্রিম কোর্টে যাবার পথ খোলা ছিল।

কিন্তু মার্কিন গণমাধ্যম এই আভাস দিচ্ছে যে- মি: ট্রাম্প সুপ্রিম কোর্টে না গিয়ে অভিবাসীদের জন্য নতুন এক নির্বাহী আদেশ জারি করতে পারেন।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2kfBglB

February 11, 2017 at 10:50AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top