কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সভা, সমাবেশ ও মিছিলে নিষেধাজ্ঞা বহালের মধ্যেই প্রশাসনিক ভবনে কর্মিসভার পর এবার নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ক্যাম্পাসের ভেতরেই এবার মিছিল করেছে শাখা ছাত্রলীগ।
খালেদ সাইফুল্লাহ হত্যার পর বিশ্ববিদ্যালয় ৬৩তম সিন্ডিকেট সভায় সমাবেশ ও মিছিলে নিষেধাজ্ঞা সিদ্ধান্ত নেয়, যা এখনও বহাল রয়েছে। প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে থেকে শাখা ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজ ও রেজা-ই-এলাহীর নেতৃত্বে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে মিছিল বের করে ছাত্রলীগ।
মিছিলটি সমাজবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা অনুষদ হয়ে বিজ্ঞান অনুষদ ভবন ঘুরে প্রশাসনিক ভবনের সামনে দিয়ে এসে কাঁঠালতলায় গিয়ে শেষ হয়। পরে কাঁঠালতলায় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখে ছাত্রলীগের নেতারা।
নিষেধাজ্ঞা বহালের মধ্যেই মিছিল করার বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ থেকে বহিষ্কৃত নেতা ইলিয়াস হোসেন সবুজ জানান, বিশ্ববিদ্যালয়ে অনেক কিছুই নিষিদ্ধ। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকরাই এসব মানেন না। বিশ্ববিদ্যালয়ে রাজনীতির বিষয়ে বিধিনিষেধ থাকলেও শিক্ষকরা রাজনীতি করছেন।
এ নিয়ে তাদের মধ্যে আবার বিরোধও দেখা যায়। সেখানে আমরা নবীন শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের পক্ষে, বঙ্গবন্ধুর আদর্শ গ্রহণের আহ্বান জানিয়েছি। মিছিলের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতির প্রয়োজন আছে কিনা এমন প্রশ্নে সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী বলেন, প্রক্টরের কাছ থেকে অনুমতি নেয়া হয়েছে। ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আলিফ বলেন, ‘মিছিলের বিষয়ে আমার সম্মতি ছিল।
কিন্তু তারা যে মিছিলটি ক্যাম্পাসে ভেতরে করবে তা জানতাম না।’ এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘সিন্ডিকেটের সিদ্ধান্তের ব্যাপারে সবাইকে শ্রদ্ধাশীল হওয়া উচিত।
from Comillar Khabor – Comilla News http://ift.tt/2lPU2Cl
February 28, 2017 at 08:22AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন