চোরাই কাঠ উদ্ধার

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, হাসিমারাঃ গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার হাসিমারার সুভাষিণী চা বাগানে একটি পরিত্যাক্ত বাড়ি থেকে চোরাই শিশু কাঠের গুড়ি উদ্ধার করল জলদাপাড়া জাতীয় উদ্যানের কোদাল বস্তি রেঞ্জের বনকর্মীরা। অভিযানে নেতৃত্ব দেন রেঞ্জার প্রবীণ কাটোয়াল এবং বিট অফিসার  ধিরজ কামি। বন দপ্তর সূত্রের খবর, এদিন বেলা দশটা নাগাদ প্রায় ৫০ সিএফটি চোরাই শিশু কাঠের গুড়ি উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ১ লক্ষ টাকা। এই ঘটনায় কোনো দুস্কৃতি ধরা পড়েনি। বিট অফিসার ধিরজবাবু বলেন, এই ধরনের অভিযান আগামীতেও চলবে।



from Uttarbanga Sambad http://ift.tt/2l3Yhsi

February 03, 2017 at 05:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top