মুম্বাই, ১৪ ফেব্রুয়ারি- বলিউডে তারকাদের কাছে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম টুইটার। সেখানে তাদের ভক্ত অনুসারীর সংখ্যাও নেহায়েত কম নয়। বাদশাহ শাহরুখ খান এই মাধ্যমে অনেকটা এগিয়ে। এবার এই মাইক্রো ব্লগিং সাইট টুইটারে যোগ দিলেন তার স্ত্রী গৌরী খান এবং নিজের উদ্যোক্তা স্ত্রীকে সাদরে অভ্যর্থনা জানালেন কিং খান। শাহরুখ পত্নী গৌরী খান নিজে একজন ব্যবসায়ী ও উদ্যোক্তা। তিনি গৃহসজ্জার (ইন্টেরিওর ডিজাইন) কাজ করে থাকেন। নিজের কাজের প্রচারণার জন্য এই সাইটে নাম লেখালেন গৌরী। সেখানে তিনি একটি পেজ খুলেছেন, যার নাম গৌরী খান ডিজাইন। সাইটে এসেই টুইট করেন গৌরী। তিনি লিখেছেন, খুব শিগগিরই খুলতে যাচ্ছে পৃথিবীর অন্যতম আসবাবপত্রের ব্র্যান্ড। এগুলো দেখতে সাইটে ভিজিট করুন। ওদিকে প্রায় ২ কোটি ৪০ লক্ষ ভক্ত অনুসারী রয়েছেন শাহরুখ খানের। তিনি নিজেও নিয়মিত এই যোগাযোগ মাধ্যমে। তাই গৌরী এতে পদার্পণ করতেই তাকে অভ্যর্থনা জানিয়ে শাহরুখ টুইট করেন। তিনি লিখেছেন, যাত্রা শুরু! প্রসঙ্গত, ইনস্টাগ্রামে গৌরী খান পরিচিত মুখ। সেখানে নিয়মিত ছবি আপলোড করেন তিনি। তার অনুসারীও প্রচুর। কিন্তু এবার টুইটারে হাতেখড়ি হলো তার। এর আগে রণবীর কাপুর ও করণ জোহরের বাড়ি সাজিয়েছেন। এবার টুইটারের মাধ্যমে নিজের ব্র্যান্ডের প্রচারণা করবেন এই তারকা পত্নী। সূত্র- টাইমস অব ইন্ডিয়া এফ/২১:২৫/১৪ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kGoVI1
February 15, 2017 at 03:24AM
14 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top