দূর্ঘটনায় মৃত ছাত্রী, আহত ১২

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, বাগডোগরাঃ বাগডোগরার অদূরে টাইপু চা বাগান এবং হাঁসখোয়ার মাঝে ৩১ নম্বর জাতীয় সড়কে বাস এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক স্কুল ছাত্রীর। আহত অন্তত ১২জন। আহতদের মধ্যে স্কুলের ছাত্রছাত্রীরা রয়েছেন। প্রাথমিক চিকিত্সার জন্য আহতদের প্রথমে বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। মেডিকেল কলেজ ও হাসপাতালে ৪ জনকে ভরতি করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, সকাল সাড়ে দশটা নাগাদ দূর্ঘটনাটি ঘটে। মৃত নেহা নাগাসিয়া টাইপু এলাকার বাসিন্দা এবং বাগডোগরার একটি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী সে।

 



from Uttarbanga Sambad http://ift.tt/2lOfScq

February 16, 2017 at 05:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top