সেমিফাইনালে হেরে ব্রোঞ্জ সন্তুষ্ট হারিকা

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, তেহরানঃ সুযোগ ছিল ফাইনালে ওঠার। কিন্তু মহিলাদের বিশ্ব দাবা প্রতিযোগিতার সেমিফাইনালে চিনের তান জোনজির বিরুদ্ধে হেরে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতের জিএম দ্রোনাভ্যালি হারিকাকে। উভয় দাবাড়ু আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করেন। হারিকা একটি সময় পর্যন্ত সুবিধাজনক জায়গায় ছিলেন। সেইসময় প্রতিপক্ষের রানিকে তুলে নিতে পারলে হারিকা অনায়াসে জয় পেয়ে যেতেন। উলটে সুবর্ণ সুযোগ হারিয়ে ৯৯ চালের পর হার মেনে নিতে বাধ্য হন অন্ধ্রপ্রদেশের এই তারকা দাবাড়ু। তবে এর আগে দিনের প্রথম ম্যাচে তিনি দুরন্ত জয় তুলে নিয়েছিলেন। যেখানে তিনি মাত্র ১৭ চালে প্রতিপক্ষকে মাত করে দেন।



from Uttarbanga Sambad http://ift.tt/2ms8jFg

February 26, 2017 at 09:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top