রাজধানীতে বড় কোন জনসভা, মিছিল করবে না আ.লীগ

wরাজধানীর যানজটের ভোগান্তির কথা বিবেচনা করে দলীয় কর্মসূচি সীমিত করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, এমনকি বড় দিবসেও জনসভা বা শোভাযাত্রা করবে না দলটি। এর বদলে ঘরোয়াভাবে কর্মসূচির আয়োজন করা হবে।

শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলে যুবলীগের পাঠাগার ‘জাগরণ লাইব্রেরি’ উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ কথা জানান। রাজমনি সিনেমা হলের পাশে এই পাঠাগার সবার জন্য উন্মুক্ত। সেখানে যুবলীগের প্রকাশনার প্রায় ৩০০ বই ছাড়াও অসংখ্য বই আছে।

নিত্য যানজটের রাজধানীতে বড় রাজনৈতিক দলের সমাবেশ বা শোভাযাত্রার মত কর্মসূচি থাকলে ভোগান্তি এক নিয়মিত চিত্র। এমনকি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ হলেও যানজট তীব্র আকার ধারণ করে। এই কারণেই এই সিদ্ধান্ত নিল ক্ষমতাসীন দল।

ওবায়দুর কাদের বলেন, ‘যানজট নিরসনে নতুন করে চিন্তা ভাবনা শুরু করেছি। জনসভা বাদ দিয়ে ঘরোয়া কর্মসূচি নিয়েছি। রাজধানীতে আর কোন র‌্যালি, সমাবেশ করা হবে না।’

গত ৯ জানুয়ারি রাজধানীর পান্থকুঞ্জে পাবলিক টয়লেট উদ্বোধনের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র বড় রাজনৈতিক দলগুলোকে কেবল ছুটির দিন কর্মসূচি দেয়ার আহ্বান জানান।
তারা।

এদিকে বিএনপি নেতা রুহুল কবির রিজভী অবশ্য সরকারি দলের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, বিএনপিকে ঠেকাতেই সরকার এই পদক্ষেপ নিয়েছে।

ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক কর্মসূচির কারণে জনগণের ভোগান্তি হয়। তিনি বলেন, ‘আমরা রাজনীতি করি জনগণের জন্য। আর রাজনৈতিক কর্মসূচির কারণে জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে, সেই কর্মসূচি থেকে বিরত রাখার চেষ্টা করব।’



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2lw1PEc

February 10, 2017 at 05:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top