কাঠমান্ডু, ১৪ ফেব্রুয়ারি- নেপালে অনুষ্ঠিত প্রথম কাঠমান্ডু আন্তর্জাতিক তায়কোয়ানদো চ্যাম্পিয়নশিপে ৪টি স্বর্ণসহ ১০টি পদক পেয়ে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। নেপাল তায়কোয়ানদো অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনা ও ইউনাইটেড তায়কোয়ানদো ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এ চ্যাম্পিয়নশিপ। ৯ থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক নেপালসহ ৯টি দেশের প্রায় ১২০০ তায়কোয়ানদো খেলোয়াড় অংশগ্রহণ করেন। বাংলাদেশের মো. মাসুম খান -৮০ কেজি ফাইটে, পুমসে বিভাগে দিপু চাকমা, নুরুদ্দিন হুসাইন ও সামির খান স্বর্ণ পদক জিতেছেন। রৌপ্য পদক পেয়েছেন-৬৩ কেজি ফাইটে নুরল আমিন, -৬৪ কেজি ফাইটে কাজী মে. এনায়েতুল্লাহ, -৮৭ কেজি ফাইটে শেখ হুমায়ুন কবির। ব্রোঞ্জ পদক পেয়েছেন -৪৬ কেজি ফাইটে লাবিবা ফাইরাজ হাসান, -৫২ কেজি ফাইটে ফ্রিয়ানা কুরাইশি ও -৪২ কেজি ফাইটে রাদিয়াহ রিয়ানা মুশফিক। বাংলাদেশ দলের কোচ ছিলেন পলাশ মিয়া ও মাসুদ খান। দলনেতা ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা। তায়কোয়ানদো দল সোমবার দেশে ফিরেছে। আর/১২:১৪/১৫ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lHdPH4
February 15, 2017 at 06:50AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন