ঢাকা, ১৮ ফেব্রুয়ারি- ম্যাচটা প্রতিশোধেরই, কারণ গতবছর ভারতের মাটিতে অনুষ্ঠিত রোল বল বিশ্বকাপের তৃতীয় আসরে এই নেপালের কাছেই হেরেছিল জান্নাত জেবিন হিয়ারা। এবার ঘরের মাঠে সে নেপালকে পরাস্থ করে বিশ্বকাপের চতুর্থ আসরের মিশন শুরু করতে চায় বাংলাদেশ রোলার স্কেটিং নারী দল। ১৮ ফেব্রয়ারি শনিবার মিরপুর ইনডোর স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হবে জান্নাত জেবিন হিয়ার দল। নেপালের বিপক্ষে প্রোতিশোধে জ্বলছে তারা। জয়টা চাই ই চাই। আত্মবিশ্বাসী দলপতি হিয়া বলেন,ইনশাআল্লাহ্ আমরা নেপালকে হারাবোই হারাবো। আজ রাজধানীর পল্টন ময়দানের শেখ রাসেল স্কেটিং কমপ্লেক্সে উদ্ধোধনী অনুষ্ঠান চলাকালিন সময় একান্ত সাক্ষাতকারে এ কথা বলেন হিয়া। ঘরের মাঠে খেলা, ভেবে ভালোই লাগছে। তবে একটু নার্ভাস। কারণ দেশের মানুষের যে চাওয়া-পাওয়া আমাদের কাছে; সেটা যদি না দিতে পারি সে জন্য একটু নার্ভাস অনুভূত হচ্ছে। তবে সকলের সমর্থন পেলে আমরা ভালো কিছু করতে পারবো। শনিবারের ম্যাচের প্রস্তুতি নিয়ে দলপতি জান্নাত জেবিন হিয়া বলেন, আল্লার রহমতে আমাদের প্রস্তুতি অনেক ভালো। আমাদের তিনজন কোচ সহযোগিতা করছেন। তাছাড়া ভাইয়ারা (বাংলাদেশ পুরুষ দল) আমাদের অনেক সহযোগিতা করছেন। গত দুই মাস ধরে অনুশীলন করছি, আশা করি আমরা কাল (শনিবার) ভালো ফলাফল উপহার দিতে পারব। ঘরের মাঠে বিশ্বাকাপের অনুভূতি সম্পর্কে হিয়া বলেন, সত্যি বলতে কি নিজেদের মাঠে খেলার মজাই আলাদা। সব কিছু নিজেদের পক্ষে থাকে। বিশেষ করে চেনা পরিবেশ, দর্শক, সমর্থন, চিৎকার গোল এসব শব্দগুলো খেলার স্পৃহা বাড়িয়ে দেয়। তাই ভালো কিছুর প্রত্যাশা আমাদের। শনিবারের ম্যাচ নিয়ে হিয়া বলেন, গত বিশ্বকাপে আমরা নেপালের কাছে ৬-৩ গোলে হেরেছি। তাই আমরা এবার প্রোতিশোধ নিয়ে জয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। এফ/০৮:৩৮/১৮ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2m5T0kI
February 18, 2017 at 02:38PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন