হায়দরাবাদ, ১৩ ফেব্রুয়ারি- অক্টোবরে ঘরের মাঠে বাংলাদেশের ইংল্যান্ড বধের দৃশ্য দেখেছে ক্রিকেট বিশ্ব। এরপর নিউজিল্যান্ড সফরে দুটি টেস্ট ম্যাচ হারলেও লড়াকু বাংলাদেশকেই দেখা গিয়েছিল। ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে সাকিব-মুশফিকদের ব্যাটে ৫৯৬ রানের মতো বিশাল সংগ্রহ গড়ে বাংলাদেশ। ভারতও এমন বাংলাদেশকেই প্রত্যাশা করেছিল। নিজেদের মাটিতে খেলা হলেও বাংলাদেশের সামর্থ্য নিয়ে প্রশ্ন ছিল না ভারতের। ম্যাচের আগে ভারত অধিনায়ক বিরাট কোহলি বাংলাদেশের প্রশংসা করে বলেছিলেন, তাদের হাল্কাভাবে নেয়ার সুযোগ নেই। তাদের দারুণ কিছু ব্যাটসম্যান আছে। সব মিলিয়ে আরও ভাল লড়াই আশা করছিলেন কোহলি। কিন্তু হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সেই বাংলাদেশের দেখা মেলেনি। প্রথম ইনিংসে ৩৮৮ রান করলেও বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থেমে যায় মাত্র ২৫০ রানেই। ঐতিহাসিক ম্যাচে ২০৮ রানের বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মুশফিকবাহিনীকে। এমন বাংলাদেশকে দেখে কোহলি বলছেন, ব্যাটিংয়ের জন্য ভাল উইকেট ছিল। আপনি শুধু বেসিক দিয়ে খেললেই এমন উইকেটে রান পাবেন। আমি আশা করিনি তারা ২৫০ রানের আগেই অলআউট হয়ে যাবে। তাদের দলে বেশ ভাল ব্যাটসম্যান আছে। নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের পারফরম্যান্সের কথা মনে করিয়ে দিয়ে ভারত অধিনায়ক বলেন, তারা নিউজিল্যান্ডে ৫৮০ (৫৯৬) রান করেছে। ব্যাটিংয়ের ওটা ভাল উইকেট ছিল। ওখান থেকে তারা আত্মবিশ্বাস পেয়েছে। যা তারা এখানে দেখিয়েছে। তবে আমাদের বোলিং ইউনিট ভাল করেছে। প্রথম ইনিংসে তাদের লড়াই দেখে আমি মোটেও বিস্মিত হইনি। ব্যাটিং সহায়ক এমন উইকেট টস জয়টা খুব কাজে দিয়েছে জানিয়ে কোহলি বলেন, এটা খুব ভাল ব্যাপার যে ব্যাটিংয়ের জন্য উইকেট খুবই ভাল ছিল। টস জেতাতেও বেশ ভাল হয়েছে। প্রথম ইনিংসটা আমাদের এগিয়ে নিয়েছে। আমার মনেহয় প্রথম ইনিংসে আমাদের তিনজন বোলারই অসাধারণ ছিল। আমাদের স্পিনারদের মান পেসারদের আক্রমণ করতে সাহায্য করে। কারণ আমাদের স্পিনাররা রানচাকা চেপে ধরতে পারে। আর/১০:১৪/১৩ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kpg8ZW
February 14, 2017 at 05:26AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন