উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, কলকাতাঃ শহরের নির্দিষ্ট কয়েকটি মেট্রো স্টেশনে এবার পাওয়া যাবে ওলা পরিসেবা। অ্যাপ নির্ভর ক্যাব সার্ভিস ওলা ইতিমধ্যেই মেট্রো রেলের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে বলে জানা গিয়েছে। শহরের মূল মেট্রো স্টেশনগুলিকে ওলা জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, রবীন্দ্র সদন, কালিঘাট, রবীন্দ্র সরোবর এবং মহানায়ক উত্তমকুমার- এই ছটি মেট্রো স্টেশনে প্রাথমিকভাবে ওলা পরিষেবা চালু হলেও পরে বাকি ১৮টি মেট্রো স্টেশনে বাড়ানো হবে পরিসেবা।
কোনো যাত্রীর কাছে স্মার্টফোন না থাকলে তিনি ওলা কিয়স্ক থেকে পরিসেবা নিতে পারবেন।
একইরকম চুক্তি কেম্পেগোডা আন্তর্জাতিক বিমানবন্দর এবং ব্যাঙ্গালোর সিটি জংশন রেল স্টেশনের সঙ্গেও করা হয়।
from Uttarbanga Sambad http://ift.tt/2lPmje4
February 28, 2017 at 07:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন