উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, মুম্বইঃ মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে রিল্যায়েন্স ইন্ডাস্ট্রিস লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি ঘোষণা করলেন জিও প্রাইম প্রোগ্রামের কথা। গত বছর সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জিও ৩১ ডিসেম্বরের মধ্যে ছাড়িয়ে যায় ৭ কোটি গ্রাহক সংখ্যা। ১৭০ দিনে ১০ কোটি গ্রাহকের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে জিও। সারা দেশে ব্যবহার হয়েছে ১০০ কোটি জিবি জেটা। ফ্রি জেটা এবং ভয়েস কলিংয়ের অফারের জনপ্রিয়তা দেখে নিউ ইয়ার ওয়েলকাল অফারও শেষপ্রান্তে আসতে না আসতেই আজ নতুন ঘোষণা কম্পানির কর্ণধারের। ৩১ মার্চ ২০১৭-র পরেও পাওয়া যাবে জিওর ফ্রি সার্ভিস। আগামী একবছর অর্থাৎ ৩১ মার্চ ২০১৮ পর্যন্ত মিলবে জিওর ফ্রি ভয়েস কল এবং ডেটা সার্ভিস। এই ফ্রি-অফার অবশ্য শুধুমাত্র সেই সব জিও গ্রাহকদের জন্য যারা ইতিমধ্যেই জিও-র পরিসেবার আওতায় রয়েছেন। কিন্তু ফ্রি পরিসেবা পেতে ‘জিও প্রাইম’-এ আপগ্রেড হতে হবে গ্রাহকদের৷ এই আপগ্রেডেশন করতে হবে ১ মার্চ থেকে ৩১ মার্চ ২০১৭-র মধ্যে, অনলাইনে বা অফলাইন জিও স্টোরের মাধ্যমে। মাত্র ৯৯ টাকায়। পরের বছর ৩১ মার্চ পর্যন্ত প্রতি মাসে দিতে হবে ৩০৩ টাকা। এয়েলকাম অফারে যে সুবিধা জিও-র গ্রাহকেরা এতদিন পেয়ে আসছেন ঠিক তেমনই সুবিধা পাবেন জিও প্রাইমের গ্রাহকেরা।
from Uttarbanga Sambad http://ift.tt/2lC7hZv
February 21, 2017 at 07:32PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন