ঢাকা, ০২ ফেব্রুয়ারি- আগামী ৯ ফেব্রুয়ারি হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে একমাত্র টেস্ট ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। সেই উদ্দেশে আজ ঢাকা ছাড়েন মুশফিক-তামিম-সাকিবরা। সরাসরি হায়দরাবাদে যাননি। ইউএস বাংলার একটি ফ্লাইটে করে প্রথমে কলকাতা পৌঁছান টাইগাররা। এরপর ৩টায় ইন্ডিগো এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে করে হায়দরাবাদের উদ্দেশে যাত্রা করে বাংলাদেশ দল। সেখানে টাইগার বাহিনী পৌঁছায় সাড়ে ৫টায়। কলকাতা ছাড়ার আগে সেখানকার স্থানীয় একটি পত্রিকা এক্সট্রা টাইমের সাংবাদিক সব্যসাচী বাগচির সঙ্গে কথা বলেন মুশফিকুর রহীম। সাক্ষাৎকারের শুরুতেই বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, আমরা এতোটুকু নিশ্চিত করতে পারি যে ভারতকে সহজে ছেড়ে দেবো না। বাংলাদেশ দল টেস্ট স্ট্যাটাস পেয়েছিল ২০০০ সালে। ১৭ বছর পর ভারতের মাটিতে টেস্ট খেলতে গেছেন টাইগাররা। টাইগারদের জন্য এটি ঐতিহাসিক টেস্টও বটে। এই ম্যাচটি নিয়ে মুশফিকের ভাষ্য, এটা অবশ্যই আমাদের জন্য ঐতিহাসিক সিরিজ। আমরা ভারতের মাটিতে প্রথমবারের মতো টেস্ট খেলতে যাচ্ছি। আমরা নিজেদের প্রমাণ করতে হবে যে আমরাও লঙ্কার ভার্সনে ভালো দল। বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল দুর্দান্ত পারফর্ম করছে। টানা পাঁচটি টেস্ট সিরিজ জিতেছে তারা। ২০১৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে শুরু; এরপর দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেছে কোহলি বাহিনী। তাই কোহলির নেতৃত্বাধীন ভারতকে সমীহ করছেন মুশফিক। বলেন, সম্প্রতি সব ফরম্যাটেই কোহলির অধীনে দারুণ সময় পার করছে ভারত। আমাদের জন্য এই সিরিজটা কঠিনই হবে। সময়ের অন্যতম সেরা দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা রয়েছেন ভারত দলে। তাদের বিপক্ষে কঠিন পরীক্ষাই দিতে হবে টাইগারদের। মুশফিকের ভাষায়, তারা (অশ্বিন ও জাদেজা) এই মুহূর্তে সেরা স্পিনার। তাদের মোকাবেলা করা চ্যালেঞ্জিং হবে। তবে আমাদের দলে তামিম, সাকিব, ইমরুল, মাহমুদউল্লাহর মতো ব্যাটসম্যান থাকায় এই কাজটা সহজ হবে। বিশ্বের সেরা স্পিনারদের বিপক্ষে খেলে নিজেদের প্রমাণ করেছে তারা। আর/১০:১৪/০২ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kukByF
February 03, 2017 at 04:11AM
02 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top